• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লাকী আখান্দকে হারানোর এক বছর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৮, ১৫:৫৮

বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক মুক্তিযোদ্ধা লাকী আখান্দকে ছাড়াই এক বছর অতিবাহিত করলো সঙ্গীতাঙ্গন। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখান্দের প্রথম সলো অ্যালবাম লাকী আখান্দ প্রকাশ পায়।

তিনি ব্যান্ড দল হ্যাপি টাচ-এর সদস্য। তার সঙ্গীতায়োজনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না’সহ আরও বেশ কিছু গান।

লাকী আখান্দের জন্ম ১৯৫৬ সালের ৭ জুন। পাঁচ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সঙ্গীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশুশিল্পী হিসেবে সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : সাড়া ফেলেছে ‘সোহাগ চাঁদ’(ভিডিও)
--------------------------------------------------------

১৯৮৭ সালে ছোট ভাই ‘হ্যাপী আখান্দের’ মৃত্যুর পরপর সঙ্গীতাঙ্গন থেকে তিনি অবসর নেন।

১৯৬৯ সালে লাকী আখান্দ পাকিস্তানি আর্ট কাউন্সিল থেকে বাংলা আধুনিক গানে পদক লাভ করেন।

দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান লাকী।

আরও পড়ুন :

এম/জেবি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh