• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মঞ্চে আসছে ‘দ্য অ্যালকেমিস্ট’

পাভেল রহমান

  ১৯ এপ্রিল ২০১৮, ১২:১২
ছবি: নাটকের দৃশ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘দ্য অ্যালকেমিস্ট’। পাওলো কোয়েলহো এর উপন্যাস অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন বিভাগের শিক্ষক রেজা আরিফ। আগামী ২১ এপ্রিল সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

নির্দেশক রেজা আরিফ আরটিভি অনলাইনকে বলেন, ‘এটি জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা হিসেবে কিছুদিন আগে মঞ্চস্থ হয়েছে। এবার নাটকটিকে ঢাকার মঞ্চে নিয়ে আসা হচ্ছে। আমরা ১৮-১৯ এপ্রিল টানা তিন দিন নাটকটির কারিগরি মঞ্চায়ন করব। এরপর ২১ এপ্রিল ঢাকার জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।’

নাটকটিতে অভিনয় করবেন, মুজিব, শতাব্দী, নোমান, তাথৈ, রাকিব, আবির, দোলা, উচ্ছাস, সেতু, সাথী, রাসেল, মিরাজ, নিশাত, নিক্সন, নিশু, ইশিকাসহ অনেকে।

চলতি মাসেই জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মঞ্চে এনেছে ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় নতুন নাটক ‘দেবদাস’। গত ১০ এপ্রিল নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এবার আরও একটি নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

ঢাকার মঞ্চে ‘দ্য অ্যালকেমিস্ট’ নাটকটিকে স্বাগত জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছেন নাট্যজন আক্তারুজ্জামান, আহাম্মেদ গিয়াস, নাট্যকার সাধনা আহমেদ, অভিনেত্রী বন্যা মির্জাসহ অনেকে।

পিআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh