• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আয়নাবাজি’র পাইরেটরা শনাক্ত

অনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর ২০১৬, ২০:৩৭

আয়নাবাজি চলচ্চিত্রটি যখন দর্শকদের হলমুখি করছে ঠিক তখনই তা পাইরেসির কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। গেলো ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ এরইমধ্যে রেকর্ড গড়েছে। আয়নাবাজিকে এককথায় বলা চলে বাংলা চলচ্চিত্রের অন্যতম মাইলফলক। তাই এর পাইরেসি বন্ধে সরব হয়েছেন নির্মাতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের শনাক্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেসব লিংক থেকে পাইরেসি হচ্ছিল এ তথ্যগুলো বিটিআরসির কাছে পাঠিয়েছে ডিএমপি।

আয়নাবাজি’র পাইরেসি সম্পর্কে এর পরিচালক অমিতাভ রেজা সোমবার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ আপনাদের সামনে খুব ভারাক্রান্ত মন নিয়ে কিছু কথা বলতে চাই। আয়নাবাজি আমার আর আমার প্রযোজকের প্রথম সিনেমা। সুতরাং সকল ভুল ত্রুটি সীমাবদ্ধতাসহ আমি গত চার বছর অক্লান্ত পরিশ্রম করে সিনেমাটা বানিয়েছি, যার এক বিন্দু ছাড় দেই নাই কোনো কিছুতে। সিনেমা একটা collaborative art. আমি একা কিছুই করতে পারতাম না। অনেক মানুষের পরিশ্রম এখানে আছে। এই সব কিছু সম্ভব হয়েছে যখন আমার ওপর ভরসা করে কেউ লগ্নি করেছে। সিনেমা মুক্তির আগে আয়নাবাজি কেউ স্পনসর করতে এগিয়ে আসে নাই। আমার আপত্তি ছিলো কোনো নিবেদিত আয়নাবাজি হতে দিবো না। মাত্র ২০ হলে আমাদের সিনেমা নিয়েছিল, যা আয়নাবাজির লগ্নি আসার অসম্ভব কিছু। তারপর ভরসা করে আমরা মুক্তি দেই। কোনো প্রিমিয়ার শো ছাড়া সারা বাংলাদেশের মানুষের জন্য মুক্তি দেয়া হয়েছে। টিকেটে সিনেমা দেখাই ছিল আমাদের ক্যাম্পেইনের উদ্দেশ্য। আমি, চঞ্চল ভাইসহ সবাই টিকেট কেটে সিনেমা দেখেছি। আমাদের ডিজিটাল পার্টনার হলো শুধু রবি। রবি’র কাছে সিনেমার রাইট বেচার প্রশ্নই আসে না। শুধুমাত্র রবি টিভিতে অর্থাৎ মোবাইল ডিভাইস ছাড়া এটা আর কোথাও দেখা যাবে না। তাও ৩ দিনের জন্য, কেউ সাবস্ক্রাইব করলে আমরা revenue share পাবো আর কিছু না। Netflix বা vod platform Er moto ETA ekta test for future vod platform. শর্ত ছিলো আমাদের full piracy protection থাকবে। যা আমাদের new filmmaker এর জন্য জরুরি। কিন্তু বাংলাদেশে সাইবার ক্রিমিনালরা অনেক মেধাবী। tin ta leak file matro ছড়িয়ে দিলো। ভুল সিদ্ধান্ত অবশ্যই ছিলো আমাদের, কিন্তু গত দুই দিন যাবত 'লোভী' 'প্রতারক' বলে আমাদের মাটিতে মিশিয়ে দিচ্ছেন যখন, তখন খবর পাই Seattle sound Asian film festival e আয়নাবাজি best narrative film Er award পেয়েছে। এটাই আয়নাবাজি প্রথম পুরস্কার কিন্তু আমি পুরষ্কার পেয়েছি, এ দেশের মানুষের কাছে। যখন ২০ হল থেকে ৭৪টা হলে ছবিটি নিয়েছেন। আমাদের ভুলের কারণে কষ্ট পেলে আমি ক্ষমাপ্রার্থী। যে যত গুজব ছড়াক আমি বলছি আয়নাবাজির একমাত্র পাওয়া আপনাদের ভালবাসা আর কিছুই আমি পাবো না। সবাই ভাল থাকুন। বাংলা সিনেমা দেখুন। যদি আপনাদের আরো সহযোগিতা কোনদিন পাই, সেই দিন পরের সিনেমার ঘোষণা দেবো। তার আগ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে... love.’

আয়নাবাজি'র চিত্রনাট্যকার ও গল্পকার গাউসুল আলম শাওন তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসের সঙ্গে তিনি অন্য একজনের একটা স্ট্যাটাসও শেয়ার দেন। তার স্ট্যাটাসটি ছিল আয়নাবাজি চলচ্চিত্রটির পাইরেসি বন্ধ করা নিয়ে।

তিনি তার স্ট্যাটাসে লেখেন ‘খেলা শুরু হয়ে গেছে’।

আয়নাবাজি চলচ্চিত্রটির পাইরেসি বন্ধে নির্মাতা অনিমেষ আইচ তার ফেইসবুক ওয়ালে লিখেছেন, ‘এখন ফ্রীতে চায়নিজ নকল ডিম পাওয়া যাচ্ছে, খাবেন?

-না।

- ভুয়া প্রিন্টের আয়নাবাজী লিংক আছে, দিবো?

- একদম না।

৭০-৮০ টা হলে চলছে আয়নাবাজী, হলে গিয়ে বাংলা ছবি দেখেন।’

আয়নাবাজি বাঁচাতে যে যার জায়গা থেকে পাইরেসি বন্ধে সরব সবাই। তার প্রমাণ দিলো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ফেইসবুক পেজ। সোমবার রাতে পুলিশের এই পেজে আয়নাবাজি’র পাইরেসি বন্ধের ব্যাপারে সবাইকে সচেতন এবং সাবধান করা হয়েছে।

ডিএমপি’র ফেইসবুক পেজে লেখা হয়েছে, আয়নাবাজি বাংলাদেশের অন্যতম সফল একটি চলচ্চিত্র। এরইমধ্যে এ চলচ্চিত্র বেশ সফলতার সঙ্গে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। কিন্তু কিছু অসাধু মানুষ এই সিনেমা কপি করে বিভিন্ন ওয়েবসাইটে ও ফেসবুক এ Live দিয়ে যাচ্ছে যা দেশের বিদ্যমান সাইবার আইন ও কপিরাইট আইনের পরিপন্থি। এ সংক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ডিএমপি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ অভিযোগ পেয়েছে এবং রমনা থানায় সিনেমা কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ এরইমধ্যে ফেসবুকে Live দেয়া কয়েকটি Profile শনাক্ত করেছে এবং যেসব Domain বা Website এ উক্ত সিনেমার কপি upload করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

'আয়নাবাজি' চলচ্চিত্র নিয়ে উপরোক্ত বিষয়ে (Facebook Live/Website Upload) কারো কোনো তথ্য জানা থাকলে- cyberunit@dmp.gov.bd এই ইমেইলে জানানোর জন্য অনুরোধ করা হলো।’

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আলীমুজ্জামান আরটিভি অনলাইনকে বলেন, আয়নাবাজি চলচ্চিত্রটি যেহেতু বিভিন্ন হলে চলছে। আমরা বলেছি এটা যারা ফেইসবুকে লাইভ করেছেন বা আপলোড করছেন তারা নিজেরাই যেনো নিজেদের উদ্যোগে এটা সরিয়ে ফেলেন। যেসব লিংক থেকে এসব হচ্ছিল এ বিষয়ে তথ্যগুলো আমরা বিটিআরসির কাছে পাঠিয়েছি। যারা এ কাজটি করেছেন তাদের অনেককেই আমরা শনাক্ত করেছি।

'আয়নাবাজি'র ছবিটির টেলিভিশন সত্ত্ব আরটিভির। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে বেসরকারি এ টেলিভিশন চ্যানেলটি।

আরএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh