• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বৈশাখে জয়ার মন খারাপ

বিনোদন ডেস্ক

  ১৫ এপ্রিল ২০১৮, ১৬:৩৭
ছবি: জয়া আহসানের ফেসবুক থেকে নেয়া

দুই বাংলায় সমানতালে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এবারের বর্ষবরণে কলকাতায় ছিলেন এই নায়িকা। সেখানে শুরু করতে যাচ্ছেন বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবির শুটিং। এরই ফাঁকে বৈশাখ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন জয়া।

ভারতীয় সংবাদ মাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবির শুটিং শুরু করব। তাই আর বাংলাদেশ যাওয়া হল না। খুব মন খারাপ লাগছে ঢাকার জন্য। ওখানে (বাংলাদেশে) বাংলা বছরের প্রথম দিন খুবই জাঁকজমকভাবে উদযাপন করা হয়। খুব সকালে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু। যদিও সেই শোভাযাত্রায় আমি অংশ নিতে পারি না। বাড়িতেই থাকি। তবে নিজের শহরে থাকার মজাই আলাদা।’

তিনি আরও বলেন, ‘নতুন শাড়ি, নতুন জামার গন্ধ। ঠিক যেন মায়ের আঁচলের স্পর্শ। কত শাড়ি, কত মিষ্টি, মুড়ি-মুড়কির যে আয়োজন হয়েছে তা বলে বোঝানো যাবে না। ’

--------------------------------------------------------
আরও পড়ুন : জেলে যেতে পারেন বলিউডের আরেক অভিনেতা
--------------------------------------------------------

এদিকে বাংলাদেশে জয়ার নতুন ছবি ‘দেবী’র আরেকটি পোস্টার প্রকাশিত হয়েছে। রোববার (১৫ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পেজে এটি শেয়ার করেন তিনি। এর ক্যাপশনে লেখা, ‘চলুন রানুর রহস্যময় জগতে।’

ছবিটিতে রানু চরিত্রে অভিনয় করছেন জয়া। পোস্টারে লাল অক্ষরে উল্লেখ রয়েছে, ‘সবই কি রানুর মনগড়া?’ উত্তর মিলবে রোববার সন্ধ্যা ৭টায়। তখন প্রকাশ হবে টিজার।

হুমায়ূন আহমেদের কাহিনি অবলম্বনে অনম বিশ্বাসের পরিচালনায় ছবিটিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এর আগে চঞ্চলের ছবি দিয়ে সাজানো একটি পোস্টার প্রকাশিত হয়। ছবিটিতে আরও আছেন শবনম ফারিয়া, ইরেশ যাকেরসহ অনেকে।

আরও পড়ুন :

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে চীনের নানজিং ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপন
দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের চাপ, নেই ভোগান্তি
চীনে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপন
সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার প্রত্যয়ে নববর্ষবরণ উৎসব উদযাপিত 
X
Fresh