• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গুলি লোড করা বন্দুক নিয়ে ‘কবীর’র শুটিং!

বিনোদন ডেস্ক

  ১২ এপ্রিল ২০১৮, ১৬:০৯

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত ‘কবীর’ ছবিটি শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে আছেন রুক্মিণী। বহুল আলোচিত ছবিটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়।

ভারতের একটি গণমাধ্যমকে পরিচালক শুটিংয়ের নানা ঘটনার কথা জানিয়েছেন। অনিকেত চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা নর্থ বেঙ্গলে ছবিটির দৃশ্যধারণের জন্য গিয়েছিলাম। আমাদের সঙ্গে সেখানকার সিআরপির লোকেরা ছিলেন। যখন শুট শুরু হয়ে গেছে তাদের লোকেরা এসে বলল, বন্দুকগুলো আনলোড করো। আমরা প্রায় পাঁচ-সাত মিনিট শুট করেছি উইথ লোডেড ‘একে ৪৭’! একবার হাত পড়ে গেলেই কেলেঙ্কারি কাণ্ড হতো!’

--------------------------------------------------------
আরও পড়ুন : নায়কের জন্য নায়িকা অরিন!
--------------------------------------------------------

তিনি আরও বলেন, ‘যখন মুম্বাইয়ে শুট করছি। গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে ঘুরছি। তখন আমাদের একটা বাইনোকুলার দরকার ছিল। আমার ক্যারেক্টার কবীরের তখন সেটা লাগবে। তার প্রপসে বাইনোকুলারটা ইনস্ট্যান্ট ভাবা হচ্ছে। আগে ভাবনায় ছিল না। আর সেটা তখন আমাদের কাছে নেই।’

ছবির পরিচালক চট্টোপাধ্যায় বলেন, ‘হঠাৎ করে একজনের হাতে বাইনোকুলার দেখে লাফিয়ে উঠলাম আমরা। তার কাছ থেকে একরকম কেড়ে নিয়েই শট নিয়েছি। তারপর শট নেয়া হয়ে গেছে। আমরা চলে আসছি। তখন সে চিৎকার করছে, আরে দাদা আমি তো বাইনোকুলার দিয়ে দেখার বিনিময়ে ১০ টাকা করে নিই!’

আরও পড়ুন :

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে নতুন প্রক্টর আলমগীর কবীর
যে কারণে ধূমপান ছেড়েছিলেন শহিদ কাপুর
যে কারণে বাংলাদেশে আশ্রয় চাইলেন কবীর সুমন 
হাসপাতাল থেকে যা জানালেন কবীর সুমন
X
Fresh