• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মণিপুরি থিয়েটারের ৩ দিনের নাট্যসফর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৮, ১৭:৫৩
ছবি: কহে বীরাঙ্গনা নাটকের দৃশ্য

ঢাকা ও রাজশাহীতে আগামী ৫ থেকে ৭ এপ্রিল তিন দিনের নাট্যসফর করবে দেশের অন্যতম নাট্যদল মণিপুরি থিয়েটার। এই সফরে ঢাকার পদাতিক নাট্য সংসদ আয়োজিত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে ৫ এপ্রিল নাটক মঞ্চায়ন করবে মণিপুরি থিয়েটার। এদিন ‘ইঙাল আধার পালা’ নাটকটি সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে। নাটকটির রচনা ও নির্দেশনায় আছেন শুভাশিস সিনহা।

প্রেমসিং নামে একজন মৃদঙ্গবাদকের জীবনের ট্র্যাজেডির মধ্য দিয়ে ‘ইঙাল আধার পালা’ নাটকে মণিপুরি তথা প্রান্তিক সমাজের সাংস্কৃতিক সংকটকে প্রতীকীভাবে রূপায়িত করা হয়েছে।

নাটকটিতে অভিনয় করবেন- জ্যোতি সিনহা, উজ্জ্বল সিংহ, অরুণা সিনহা, স্বর্ণালী সিনহা, শ্যামলী সিনহা, প্রিয়াংকা সিনহা, সুজলা সিনহা, সুশান্ত সিংহ, বিধান সিংহ, সুনীল সিংহ, সমরজিৎ সিংহ, দীপু সিংহ। নাটকটির সঙ্গীতে রয়েছেন শর্মিলা সিনহা, অঞ্জনা সিনহা, বাবুচান সিংহ, সুশান্ত সিংহ।

পরদিন ৬ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কেন্দ্রের মিলনায়তনে ‘কহে বীরাঙ্গনা’ নাটক মঞ্চায়ন করবে নাট্যদলটি। মাইকেল মধুসূদন দত্ত-এর ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।

মহাভরতের চার নারীর বঞ্চনা, প্রেম, করুণা আর প্রতিশোধস্পৃহাকে ‘কহে বীরাঙ্গনা’ নাটকে রূপায়িত করা হয়েছে। যার শেষ কথা হিংসা নয়, প্রেমেই মিলবে মুক্তি।

নাটকটির সঙ্গীতে আছেন শর্মিলা সিনহা, বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা। ভাবমুদ্রা রূপায়নে রয়েছেন স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, অনামিকা চ্যাটার্জী, শ্যামলী সিনহা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া। দৃশ্যসজ্জায় আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ।

এদিকে ঢাকার পর রাজশাহীতে যাবে মণিপুরি থিয়েটার। ৭ এপ্রিল শনিবার বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসবেও ‘কহে বীরাঙ্গনা’ পরিবেশন করবে তারা।

পিআর/এ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh