• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাজের সহায়তায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এফডিসি

এ এইচ মুরাদ

  ০৩ এপ্রিল ২০১৮, ১৬:০০

জাতীয় চলচ্চিত্র দিবস অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (৩ এপ্রিল)। এবারই প্রথম দুই মঞ্চে পৃথক আয়োজনে এফডিসিতে পালিত হচ্ছে চলচ্চিত্র দিবস। আগেই জানানো হয়েছে, এফডিসির আয়োজনে এবার অংশ নেবে না চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীদের সম্মিলিত প্লাটফর্ম ‘চলচ্চিত্র পরিবার’।

এবছর চলচ্চিত্র পরিবার সৈয়দ হাসান ইমামকে সভাপতি করে অনুষ্ঠান পালনের ঘোষণা দেয়। কিন্তু তাতে আপত্তি আসে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে।

এরই রেশ ধরে চলচ্চিত্র পরিবার প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রীর দিকে। ভিনদেশি ছবির প্রতি তথ্যমন্ত্রীর আগ্রহের অভিযোগ তুলে এফডিসি’র আয়োজনের বাইরে আলাদা মঞ্চে ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’র ব্যানারে দিবসটি পালন করছে চলচ্চিত্র পরিবার।

চলচ্চিত্র পরিবারের একাধিক নেতা আরটিভি অনলাইনের কাছে অভিযোগ করেছেন, তথ্যমন্ত্রী নির্দিষ্ট একটা গোষ্ঠীর স্বার্থ নিয়ে কাজ করছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় চলচ্চিত্র। সরকারি প্রতিষ্ঠান এফডিসির আয়োজনটির নেপথ্যে মূলত রয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

--------------------------------------------------------
আরও পড়ুন: আলাদা মঞ্চে চলচ্চিত্র দিবসের দুই উদ্বোধন
--------------------------------------------------------

চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসি আয়োজিত অনুষ্ঠানেও তথ্যমন্ত্রীর পাশে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবির শিল্পী এবং জাজের কর্মকর্তাদের দেখা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন আরটিভি অনলাইনকে বলেন, ‘সরকারিভাবে এফডিসি অনুষ্ঠানের আয়োজন করছে। এটা জাজের কোনো অনুষ্ঠান নয়। আমরা শুধু সরকারি অনুষ্ঠানে সহযোগিতা করছি, এর বাইরে আর কিছুই না।’

এফডিসি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন জানতে চাইলে জাজের সিইও বলেন, ‘আমি যতটুকু জানি ৬ জন দেশবরেণ্য সঙ্গীতশিল্পী গান পরিবেশন করবেন। এছাড়াও তিনটি নাচ থাকছে। তবে কারা পারফর্ম করছেন বিষয়টি নিয়ে আপাতত কিছু বলতে চাই না।’

শিল্পীদের নাম বলতে সমস্যা কোথায়? জানতে চাইলে খোকন বলেন, ‘আমি আগেই কিছু বলতে চাইছি না। তাদের (শিল্পীদের) নাম যদি বলি, এমনও হতে পারে অনুষ্ঠানে যোগদানে তাদেরকে বাধা দেয়া হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সব জায়গাতেই খারাপ মানুষ আছে। ভালো কোনো কাজে তারা বাধা তৈরি করে থাকেন। তবে আমরা আশা করছি আজ সন্ধ্যা ৬টায় জাজের সহযোগিতায় জাঁকজমকভাবেই অনুষ্ঠানটি হবে।’

উল্লেখ্য, ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন প্রাদেশিক পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্থাপিত বিলের মাধ্যমেই ঢাকায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠিত হয়। সূচনা হয় এদেশের চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা। সেই ঐতিহাসিক অধ্যায়ের স্মরণে ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনটিকে (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন।

আরও পড়ুন:

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে যত আয়োজন
X
Fresh