• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১০ বছর পর স্পিলবার্গের ইন্ডিয়ানা জোনস

বিনোদন ডেস্ক

  ২২ মার্চ ২০১৮, ১২:৩৩
ছবি : সংগৃহীত

হলিউডের তুমুল জনপ্রিয় ‘ইন্ডি’ সিরিজের চতুর্থ কিস্তি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ মুক্তি পায় ২০০৮ সালে। এরপর অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পরিচালক স্টিভেন স্পিলবার্গ। গত বছরের শেষের দিকে ‘দ্য পোস্ট’ মুক্তি দিয়ে আলোচিত হয়েছেন তিনি।

এবার ১০ বছর বিরতির পর আবারও বিশ্বখ্যাত এই নির্মাতার কাল্পনিক চরিত্র ইন্ডিয়ানা জোনসকে পঞ্চমবারের মতো বড় পর্দায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। পরিচালক স্টিভেন স্পিলবার্গ নিজেই এই তথ্য জানিয়েছেন। আগামী বছরে শুটিং শুরু হবে ছবিটির।

এই সিরিজের চতুর্থ কিস্তি ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’-এর মুট উইলিয়ামসের চরিত্রে দেখা যাবে না শিয়া লাবিওউফকে। কারণ তিনি সেই একটি কিস্তিতে অভিনয়ের জন্যেই চুক্তিবদ্ধ হয়েছিলেন। নতুন কিস্তিতে কে অভিনয় করবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন: সমালোচিত জ্যাকুলিন ঝড় তুললেন ইউটিউবে
--------------------------------------------------------

পরিচালক জানিয়েছেন, নতুন কিস্তিতেও ইন্ডিয়ানা জোনসকে মারা হবে না। কেউ কেউ মনে করছেন, অভিনেতা হ্যারিসন ফোর্ডকে মূল চরিত্রে দেখার পাশাপাশি চলচ্চিত্রটির অন্যান্য কেন্দ্রীয় চরিত্রগুলো পুরনো কলা-কুশলীদেরকেই দেখা যেতে পারে।

১৯৮১ সালে শুরু হওয়া ‘ইন্ডি’-সিরিজ এই সময়ে এসে দর্শকদের কেমন গল্প উপহার দেবে সেটিই এখন দেখার বিষয়। স্পিলবার্গ বলেন, ‘২০১৯ সালের এপ্রিলে যখন ইন্ডিয়ানা জোনসের পঞ্চম কিস্তি নিয়ে কাজ করতে যুক্তরাজ্যে আসবো তখন তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেই আমার বিশ্বাস।’

আরও পড়ুন:

পিআর/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh