• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ার শরণার্থী ক্যাম্পে কেন কেঁদেছিলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

  ১৮ মার্চ ২০১৮, ২২:৪১
গ্লোবাল এডুকেশন অ্যান্ড স্কিলস ফোরামে প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনয়ে নজর কেড়েছেন। তবে এর বাইরে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও তিনি যুক্ত। ইউনিসেফ’র গুডভিল অ্যাম্বাসেডর হিসেবে গত বছর তিনি সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন।

শিগগিরই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘শিক্ষার্থীরা মানবিক প্রতিষ্ঠানের সাথে কাজ করবে এবং অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত হবে।’

গ্লোবাল এডুকেশন অ্যান্ড স্কিলস ফোরামের শ্রোতাদের উদ্দেশে রোববার ভাষণ দেন এই অভিনেত্রী। সেখানে তিনি নারীবাদীতা, চলচ্চিত্র শিল্পে তার অভিজ্ঞতা এবং মানবিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেন। এদিন ইউনিসেফ গুডভিল অ্যাম্বাসেডর হিসেবে প্রিয়াঙ্কা তার অভিজ্ঞতার কথা বলেন।

তিনি একটি সিরিয়া শরণার্থী শিবিরে বাচ্চাদের দেখার পরে নিজের কান্না চেপে রাখতে পারেননি। প্রিয়াঙ্কা বলেন, ‘কখনও কখনও আমার মনে হয় যদি সবকিছু আমার কাছ থেকে চুরি হয়ে যায়। যদি আমি যুদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি তাবুতে বসবাস করতাম এবং আমার বাচ্চাদের স্কুলে পাঠাতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি ভাবছিলাম মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে। আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’

পিআর/সি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাধ্য হয়ে পরিবার নিয়ে ২০ মিলিয়ন ডলারের বাড়ি ছাড়লেন প্রিয়াঙ্কা
X
Fresh