• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন নরেন্দ্র ঝা

বিনোদন ডেস্ক

  ১৪ মার্চ ২০১৮, ১৫:২৪

বলিউড অভিনেতা নরেন্দ্র ঝা আর নেই। বুধবার ভোর ৫টায় ওয়াডায় নিজের ফার্মহাউজে মৃত্যুবরণ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সে থেমে গেল তার জীবন প্রদীপ।

নরেন্দ্র ঝা ‘কাবিল’, ‘রইস’, ‘হায়দার’ এর মতো অসংখ্য হিট ছবিতে অভিনয় করেছেন।

ভারতের গণমাধ্যমের খবর, বেশ কদিন আগেই বুকে ব্যথার জেরে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে নরেন্দ্রের। খানিকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পাবার পর পুরোপুরি বিশ্রাম নিতে নিজের ফার্মহাউজে চলে যান।

এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী পঙ্কজা ঠাকুর। পঙ্কজা সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন)-এর সাবেক সিইও। মহারাষ্ট্রের ওয়াডা এলাকার ফার্মহাউজেই চিকিৎসা চলছিল তার।

নরেন্দ্র ঝা জন্মগ্রহণ করেন বিহারের মধুবনীতে। বলিউডে পা রাখার আগে দীর্ঘদিন টেলিভিশনে অভিনয় করেছেন তিনি।‘বেগুসরাই’, ‘এক ঘর বানাউঙ্গা’, ‘সুপারকপস ভার্সেস সুপারভিলেনস’-এর মতো বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

২০১২ সালে ‘ফান্টুস’ সিনেমায় অভিনয় করে বলিউড অভিষেক হয় তার। এছাড়াও শ্যাম বেনেগালের ‘নেতাজি সুভাষচন্দ্র বোস: দ্য লাস্ট হিরো’ ছবিতেও অভিনয় করেছিলেন।

‘হায়দার’-ছবিতে শহীদ কাপুরের বাবা ডক্টর হিলাল মীর-এর চরিত্রে নজর কেড়েছিলেন নরেন্দ্র ঝা। আর ‘কাবিল’-এ পুলিশ অফিসারের চরিত্রেও পেয়েছিলেন জনপ্রিয়তা।

অভিনয় করেছেন ‘ফোর্স’, ‘মহেঞ্জোদারো’, ‘রইস’, ‘হামারি আধুরি কাহানি’ ছবিতে।

আরও পড়ুন:

এম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh