• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জয়া আলোকিত নারী-২০১৮

সম্মাননা পাচ্ছেন ‘সায়েবাস মেথড’র সায়েবা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০১৮, ১৬:০৭
ছবি : সংগৃহীত

প্রসবকালীন রক্তক্ষরণের কারণে বিশ্বে প্রতি দুই মিনিটে একজন করে প্রসূতির মৃত্যু ঘটছে। এই চিরাচরিত চিত্রটি বদলে দিয়েছেন বাংলাদেশের একজন চিকিৎসক অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

চিকিৎসা ক্ষেত্রে তার নামেই চালু রয়েছে একটি মেথড। সেটি হলো সায়েবাস মেথড (সায়েবা পদ্ধতি)। তৃতীয় বিশ্বের যে কোনো প্রসবকালীন অপারেশন টেবিলে এখন চিকিৎসকের বড় সহায় এই ‘সায়েবাস মেথড’।

একটি ক্যাথেটার, একটি সাধারণ কনডম, আর স্যালাইন পানি- এই তিনটি মামুলি ও সহজলভ্য উপকরণ ব্যবহার করে সায়েবা আক্তার যে ‘কিট’বানিয়েছেন, সেটি ৯৩ শতাংশ ক্ষেত্রে প্রসূতি মায়ের জীবন রক্ষা করতে সফল হয়েছে।

বাংলাদেশ, ভারত ছাড়াও আফ্রিকা মহাদেশ ও দক্ষিণ আমেরিকার ১২টি দেশে সরকারি কর্মসূচির অংশ হয়ে উঠেছে এই পদ্ধতি। এসব দেশে ধাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা এটি প্রয়োগ করে প্রত্যন্ত পল্লী অঞ্চলের প্রসূতি মায়েদের জীবন রক্ষা করতে পারেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক অপারেশন টেবিলে ১৮ বছর আগে নিতান্ত অসহায় পরিস্থিতির চাপে উপস্থিত বুদ্ধি হিসেবে যে কৌশলের জন্ম হয়েছিল, এখন সেটা ‘মেডিকেল মিরাকল’হিসেবে অনুকরণ করা হচ্ছে বিভিন্ন দেশে।

২০১১ সালে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব অবসটেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টসের পক্ষ থেকে তাকে এই উদ্ভাবনের জন্য সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়।

চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ডা. সায়েবা আক্তারকে ‘জয়া আলোকিত নারী-২০১৮’ সম্মাননা প্রদান করা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ৯ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মাননা প্রদান করা হবে।

ডা. সায়েবা আক্তারসহ দেশের আরও সাতজন পুরোধা নারী ব্যক্তিত্বকে এই সম্মাননা গ্রহণ করবেন। ‘জয়া আলোকিত নারী-২০১৮’সম্মাননা প্রদান করছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি।

আরও পড়ুন:

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh