• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাঁধনের জীবনের গল্প লিখছেন অপূর্ব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৮, ১২:৪৬

স্বাক্ষর একজন বেকার ছেলে। ভালোবাসে প্রেমাকে। কিন্ত সেই ভালোবাসা দিন দিন ফিকে হয়ে আসছে কারণ প্রেমার খুব তাড়াতাড়ি অন্যত্র বিয়ে হয়ে যাবে। এরই মধ্যে নতুন চাকরি পেয়ে যায় স্বাক্ষর।

তবে গতানুগতিক কোনো ডিউটি নয়। তাকে বসের বাসায় আসতে হবে প্রতি সন্ধ্যায় এবং বস একটি গল্প বলবেন সেটি নোট করে পরবর্তীতে বই আকারে প্রকাশ করা।

এই বসের চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধন। আর স্বাক্ষর চরিত্রের রূপদান করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

শুরু হয় গল্প বলা। স্বাক্ষরও তার খাতা কলম নিয়ে প্রস্তুত। গল্পের কিছুদূর এগুতেই ঘটনা মোড় নেয় অন্যদিকে। স্বাক্ষরের বুঝতে বাকি থাকে না এটি তার বসের বাস্তব জীবনেরই গল্প।

যা কিনা এত নিমর্ম ও বেদনাদায়ক যেটি তিনি প্রকাশ করতে চান বইয়ের পাতায়। জানাতে চান পাঠকদেরকে।

এমন একটি গল্প নিয়েই ‘রাইটার’ নাটকের কাহিনি এগিয়ে যায়। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আজমেরী হক বাঁধন, গাজী রাকায়েতসহ অনেকে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির শুক্রবারের বিশেষ নাটকে ‘রাইটার’ দেখানো হবে। নাটকটি দেখতে চোখ রাখুন আরটিভির পর্দায় শুক্রবার ২ মার্চ, রাত ৮ টায়।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্নাতক পাসেই পাঞ্জেরী পাবলিকেশন্সে নিয়োগ
নতুন বছরে ভক্তদের উদ্দেশে বুবলীর বার্তা
X
Fresh