• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ভক্তরা, বিকেলে শেষকৃত্য

বিনোদন ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৩

পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রীদেবীকে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শেষশ্রদ্ধা জানাচ্ছে তার ভক্তরা। বুধবার সকাল ৯ টার দিকে স্পোর্টস ক্লাবে তার মরদেহ আনা হয়। সে সময় ভেতরে ছিলেন পরিবারের সদস্যরা। বেলা সাড়ে ১২টা পর্যন্ত এখানেই থাকবে শ্রীদেবীর মরদেহ।

‘চাঁদনি’-কে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকে ভক্তরা ভিড় জমাতে থাকেন সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্সে।

মঙ্গলবার দুবাই পুলিশ শ্রীদেবীর কেস ক্লোজড ঘোষণার পর রাতেই দুবাই থেকে মুম্বাইয়ে আনা হয় এই অভিনেত্রীর মরদেহ।

রাতে সে সময় শ্রীদেবীর মরদেহ বিমানবন্দর থেকে নিতে উপস্থিত ছিলেন অনিল কাপুর, সোনম কাপুর, অনিল আম্বানি, তার স্ত্রী টিনা আম্বানিসহ অনেকে। এরপর শ্রীদেবীর বাড়ি লোখন্ডওয়ালার গ্রিন একারসে নিয়ে যাওয়া হয় শ্রীদেবীর মরদেহ।

গেলো শনিবার রাত ১১টার দিকে মাত্র ৫৪ বছর বয়সে দুবাইয়ের হোটেলে বাথটাবের পানিতে দম আটকে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্টে এমনটাই জানা গেছে।

দুবাই পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস সোমবার বিকেলে তথ্যটি প্রকাশ করে।

শ্রীদেবীর রক্তের নমুনায় অ্যালকোহল পাওয়া গেছে। তবে সবকিছু খতিয়ে দেখে বিশেষজ্ঞরা মনে করছেন—এটি দুর্ঘটনাই, এর পেছনে অন্য কোনো হাত নেই।

আরও পড়ুন:

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীদেবীর মৃত্যু নিয়ে মোদির ভুয়া চিঠি প্রকাশ করে বিপাকে ইউটিউবার
X
Fresh