logo
  • ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯, ২৫ অগ্রহায়ণ ১৪২৬

আবারও বিতর্কে জড়ালেন সানি

বিনোদন ডেস্ক
|  ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০১ | আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৬
বলিউডের বর্তমান আলোচিত দম্পতি সানি লিওন ও ড্যানিয়েল৷ ২০১১ সাল থেকেই দুজনে একসঙ্গে আছেন৷

সানি লিওন ও ড্যানিয়েলের মধ্যে রসায়ন এতোটাই গভীর যে বলিউডের যে কোনো অফস্ক্রিন জুটিকে পেছনে ফেলে দেবে৷

২০১৮ সালে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে সানির৷ ছবির নাম ‘বিরামদেবী’৷ ছবিতে একজন যোদ্ধার ভূমিকায় দেখা যাবে তাকে৷

তামিল, তেলেগু, কান্নাডা, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি। জানা যায়, বিশাল বাজেটের এ ছবিটিতে কম্পিউটার গ্রাফিকস এর প্রাধান্য থাকতে পারে। স্টিভস কর্নারের ব্যানারে চলচ্চিত্রটির প্রযোজনা করবেন পনসে স্টেফান। ছবিতে অভিনয় করার জন্য সানি তলোয়ার চালনা এবং ঘোড়া চালনায় প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেয়ার জন্য পাঁচ মাস সময় লেগেছে বলে জানা গেছে।

এদিকে নতুনভাবে বিতর্কে পড়েছেন সানি লিওন। একটি স্থিরচিত্রে দেখা যায়, হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে সানি। নিচে বসে ফ্লোর মুছছেন ড্যানিয়েল! আর এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সানিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন অনেকেই।

শনিবার ডাব্বু রত্নানী ক্যালেন্ডার শুটের একটি মজাদার ছবি আপলোড করেন লিওন৷ যেখানে দেখা যাচ্ছে, সানি ফটোশুটে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন। আর ফটোশুটে কোনো সমস্যা না হয় তাই তার শুটের সরঞ্জামটি ঠিক করছেন ড্যানিয়েল৷

যদিও ছবিটি দেখে মনে হতে পারে ড্যানিয়েল ফ্লোর পরিস্কার করছেন৷ ছবিটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে৷

আরও পড়ুন:

এম/ পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়