• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অপূর্ব-শিমুর ‘প্রেম বিরহ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫০

দীর্ঘদিন ভালোবাসার পরও খুব সহসায় চিনে ওঠা সম্ভব হয় না ভালোবাসার মানুষটির আসল রূপ। যেন ধীরে ধীরে প্রকাশ পায় অন্য এক রূপ।

যে মানুষটিকে এক মুহূর্ত না দেখলে মনের মাঝে সারাক্ষণ অস্থিরতা বিরাজ করত, বিয়ের পরে মানুষটির প্রতি ভালো লাগাটা যেন ক্রমশ হারিয়ে যেতে থাকে।

ধীরে ধীরে ভালোবাসার মানুষটি যেন খুব মন্দ লাগার মানুষে পরিণত হন। শুরু হয় মান-অভিমান। এই মান-অভিমানই এক সময় সর্ম্পক ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়! এমন গল্প নিয়েই নাটক ‘প্রেম বিরহ’।

নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সুমাইয়া শিমু।

অপূর্ব বলেন, ‘প্রেম আর বিরহের গল্প নিয়েই নাটকটি এগিয়ে যায়। তবে গল্পে কিছুটা টুইস্টও পাবেন দর্শক। মনে হবে এটা আমাদের পাশের কোনো মানুষের গল্প।’

সুমাইয়া শিমু বলেন, ‘গল্পটি সিরিয়াস টাইপের। গল্পের চিত্রটি আমাদের আশপাশে বা বন্ধুদের জীবনে প্রায় দেখা যায়। সাধারণ গল্পটিই নির্মাতা অসাধারণ করে তুলে ধরার চেষ্টা করেছেন।’

‘প্রেম বিরহ’ নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল। যৌথভাবে পরিচালনা করেছেন ইফতেখার ইফতি ও শিল্পী মাহমুদা। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টায় ‘প্রেম বিরহ’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

আরও পড়ুন:

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রঙিন থেকে সাদাকালো, আহা জীবন!
নিশোর সঙ্গে অপূর্বর বন্ধুত্বে ফাটল!
টিকটকের হেড অফিসে অপূর্ব
X
Fresh