• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বাংলাদেশে আমি মুগ্ধ’

এ এইচ মুরাদ

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৩

টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। সম্প্রতি ঢাকায় এসেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির শুটিংয়ে অংশ নিতে। তার বিপরীতে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও হালের ক্রেজ তাসকিন রহমান। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। প্রথম লটের শুটিং শেষে সোমবার সকালে কলকাতায় ফিরে গেছেন শ্রাবন্তী। এর আগে আরটিভি অনলাইনের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন ‘যদি একদিন’ ছবি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক এ এইচ মুরাদ। শ্রাবন্তীর দুই কিস্তির সাক্ষাৎকারের শেষ কিস্তি প্রকাশিত হলো আজ।

শুটিং নিয়ে তো অনেক কথাই হলো, এবার বলুন বাংলাদেশে এসে কেমন লাগছে?

এর আগেও বাংলাদেশে এসেছিলাম। এবার রাজের (মুহাম্মদ মোস্তফা কামাল রাজ) পরিচালিত ‘যদি একদিন’ ছবির জন্য আবার আসা হলো। এদেশের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। এত আন্তরিকতা পৃথিবীর আর কোথায় পাওয়া যাবে বলে আমার মনে হয় না।

কলকাতা শিল্পীরা ঢাকা আসলে অনেকেই কেনাকাটা করে থাকেন। আপনি কিছু কিনেছেন?