• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চলচ্চিত্র নয়, কাজলের পছন্দ বই

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ অক্টোবর ২০১৬, ১৩:১৪

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ খ্যাত এ অভিনেত্রীর ঝুলিতে বহু হিট, সুপারহিট চলচ্চিত্র রয়েছে। অভিনয় গুণেই তিনি দর্শকদের এতো ভালোবাসা অর্জন করেছেন। অথচ তিনিই কি না চলচ্চিত্র দেখেন না!

কাজল বললেন, ‘সত্যিই আমি চলচ্চিত্র দেখি না। চলচ্চিত্র প্রেমী নই। আমার ভালো লাগার জায়গাটা হলো বই পড়া। প্রচুর বই পড়ি। ভেম্পায়ার থেকে শুরু করে অস্বাভাবিক গল্পের বই বেশি ভালো লাগে।’

ভোগ বিএফএফ অনুষ্ঠানের একটি পর্বের অতিথি হয়ে প্রাণ খুলে এসব কথা বলেন ‘কুছ কুছ হোতা হেয়’র এ অভিনেত্রী।

সবশেষ অ্যাকশন ও কমেডি ছবি 'দিলওয়ালে'র মাধ্যমে বড় পর্দায় আসেন কাজল। আবারো জুটি হন সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে। তবে এখন আর চলচ্চিত্র নিয়ে ভাবছেন না তিনি। জ্যাক রিচার ‘লি চাইল্ড’ সিরিজের বইগুলো পড়ছেন।

দু’সন্তানের জননী আরো বলেন, আমি পড়াশোনায় বিশ্বাসী। শিশুদের অবশ্যই বইপড়া দরকার। বই এমন একটা জিনিস, যা পড়ার মধ্য দিয়ে তারা ভালো মানুষ হবার পাশাপাশি তথ্যর দিক থেকেও সমৃদ্ধ হবে।

তিনি মনে করেন পড়ার অভ্যাস সবারই গড়ে তোলা উচিত।

কালারস ইনফিনিটি কাজলের এ পর্বটি আসছে শনিবার প্রচার করবে।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh