logo
  • ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০, ১৭ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন আক্রান্ত ২, মোট আক্রান্ত ৫১ জন, সুস্থ ৬ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬৫, আক্রান্ত ১৯৯৮৮, মোট মৃত্যু ৩০৪০, আক্রান্ত এক লাখ ৬৪২৭৪ জন, এর মধ্যে সবচেয়ে বেশি ২৭৯ জনের মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু ৯১৩, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৫২৩১ জন, আক্রান্ত ৭৮৪৬, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১১ হাজার ৫৯১, তারপর স্পেনে ৭৭১৬, ফ্রান্স ৩১৮৬: জনস হপকিন্স ইউনিভার্সিটি।

আঁখি আলমগীরের ‘দুঃখ কোথারে’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৪ | আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০০
জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর নতুন একটি গান নিয়ে আসছেন। শিরোনাম ‘দুঃখ কোথারে’। গানটির কথা লিখেছেন প্রবাসী লেখক সুজন বড়ুয়া সায়েম। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

সম্প্রতি রাজধানীর উত্তরায় গানটির গল্পনির্ভর মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন মুশফিক খান আলিফ, সোমা ও সুজন বড়ুয়া সাইম। পরিচালনা করেছেন খান মাহী।

একজন লেখকের প্রেমের গল্প নিয়েই মিউজিক ভিডিওর কাহিনি। গানের কথামালার সঙ্গে গল্পটি এগিয়ে যায়।

এ প্রসঙ্গে শাহরিয়ার রাফাত বলেন, আঁখি আলমগীর যে ধরনের গান করে থাকেন এটি তারচেয়ে অনেকটা ভিন্ন। আর সুজন বড়ুয়া সাইম অসাধারণ লিখেছেন। এই গানটি দীর্ঘদিন মানুষের হৃদয়ে গেঁথে থাকবে বলে আমার বিশ্বাস।

আঁখি আলমগীর বলেন, এই গানটির সুর ও কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। গতানুগতিক ধারার বাইরে কাজটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। শ্রোতারা আমার নতুন গান পছন্দ করবেন আশা করছি। 

সুজন বড়ুয়া সাইম বলেন, দীর্ঘদিন ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত আছি। আমার লেখা কবিতার বইও বের হয়েছে। প্রচুর গীতিকবিতা লিখেছি। তবে সেই গান প্রথমবারের মতো সুর-সঙ্গীতে এবার শ্রোতারা শুনতে পাবেন এটা ভেবে খুব ভালো লাগছে। আর এজন্য আমি রাফাতকে ধন্যবাদ দিতে চাই। তিনি আমার গান নিয়ে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। গানটি সবার ভালো লাগলে আমাদের কষ্ট সফল হয়েছে বলে মনে করব। বাকিটা শ্রোতারা বিচার করবেন।

ভিডিওটির নির্মাতা খান মাহী বলেন, ভিডিওটি সবার ভালো লাগবে আশা করছি। আগামী ২২ ফেব্রুয়ারি ভিডিওটি ইউটিউবসহ অন্যান্য মাধ্যমে প্রকাশ করা হবে।   

আরও পড়ুন:

এম/পিআর

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫১ ১৯
বিশ্ব ৭৮৬২২৮ ১৬৬০৪১ ৩৭৮২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়