• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মৌসুমীর শেষের চিঠি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৪

জমিদারের জমিদারি আর নেই। একটা সময় পুরো অঞ্চলে যারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করতেন। সময়ের পরিক্রমায় আজ তাদের জমিজমাই অন্যদের দখলে চলে যাচ্ছে।

সেই গ্রামেই একদিন বিদেশ থেকে এক যুবক আসেন। আর এই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জমিদার বাড়ির মেয়ের। কিন্তু গ্রামেরই একজনের কাছে মেয়েটির দুটো বাড়ি বন্ধক রাখা। বাড়ি দুটো উদ্ধারের জন্য শর্ত জুড়ে দেয়া হয় যার কাছে বন্ধক আছে বাড়িটি তার সঙ্গে মেয়েটির বিয়ে দিতে হবে। এমন অবস্থায় যুবকটি মেয়েটির কাছে একটি চিঠি লিখে চলে যায়।

এমন একটি গল্প নিয়েই নির্মিত হচ্ছে নাটক ‘শেষের চিঠি’। জমিদার বাড়ির মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।

অন্যদিকে বিদেশ থেকে আগত যুবকের চরিত্রে দেখা যাবে শ্যামল মওলাকে। নাটকটি রচনা করেছেন লিব্রত কুমার। পরিচালনা করেছেন আল আমিন বিপ্লব।

রাজধানীর অদূরে গাজীপুরে মনোরম লোকেশনে তিনদিন শুটিংয়ের আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) শেষদিনের কাজ চলছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আমি বললাম প্রডিউসার কি শুতে চায়?
--------------------------------------------------------

নাটকটির ব্যাপারে মৌসুমী হামিদ আরটিভি অনলাইনকে বলেন, গল্পটি এক কথায় অসাধারণ। এই নাটকের রচয়িতা লিব্রতকে মূলত আমরা ক্যামেরা কিংবা এডিটিংয়ের মানুষ হিসেবেই চিনি। কিন্তু সে যে এতো ভালো গল্প লিখতে পারে সেটা আমার জানা ছিল না। পরিচালক বিপ্লব সময় ও যত্ন নিয়েই কাজটি করছেন। আশা করছি দর্শকদের নাটকটি ভালো লাগবে।

নির্মাতা জানান, শিগগিরই ‘শেষের চিঠি’ নাটকটি যেকোনো একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে।

আরও পড়ুন:

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুমায়ূন-শাওনকে তিশা-মুশতাকের মতো বের করে দেওয়া হয়নি : মৌসুমী হামিদ
এবার বিয়ের পিঁড়িতে স্বাগতা
অর্ষার স্বামী কে এই ইমরান?
বিয়ের রাতেই ‘আন-অফিসিয়াল’ হানিমুনে মৌসুমী হামিদ!
X
Fresh