• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গুলশানের জঙ্গি হামলা নিয়ে ফারুকীর ‘হলি বেকারি’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ অক্টোবর ২০১৬, ১৫:৪৮

রাজধানীর গুলশানে হলি আর্টিজানের বিয়োগান্তিক ঘটনা নিয়ে ছবি তৈরি করবেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটির নাম ‘হলি বেকারি’। ছবিয়ালের ব্যানারে এটি তৈরি হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বুসান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরি ছবির বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে ফারুকী এখন রয়েছেন দক্ষিণ কোরিয়ায়। সেখানেই পরবর্তী ছবি তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ২০১৭ সালের শুরুতে এ ছবির কাজ শুরু করবো। এতে দেশ-বিদেশের অভিনয়শিল্পীরা কাজ করবেন। ছবিটি এক শটে নেয়ার পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি, এ এক শটে দক্ষিণ এশিয়ার রাজনীতির জটিল অবয়ব, ঘৃণার সংস্কৃতি ও অসহিষ্ণুতার উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং প্রগতিশীল বাংলাদেশ আর তথাকথিত রক্ষণশীল মানসিকতার মানুষের বিভেদটা তুলে ধরতে পারবো।

এরই মধ্যে ‘ডুব’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান অভিনয় করেছেন। এটি তার পরিচালিত তৃতীয় ছবি।

আরকে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh