• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

‘আসল চমক থাকবে সিনেমা হলে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৩২

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান। তার সহশিল্পী হিসেবে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

আরো রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পাওয়া তাসকিন। এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে শিশু শিল্পী আফরীন শিখা রাইসা।

সিনেমাপ্রেমীদের মাঝে ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে দারুণ কৌতূহল। বাণিজ্যিক সিনেমায় কেমন চরিত্রে অভিনয় করবেন তাহসান? তাকে কি নাচ-গানে ভরপুর কোনো সিনেমায় দেখা যাবে? কিংবা ঢাকা অ্যাটাকের খলনায়ক তাসকিনকে কীভাবে পর্দায় হাজির করবেন নির্মাতা রাজ?

--------------------------------------------------------
আরও পড়ুন: আবেদনময়ী হিনা
--------------------------------------------------------

এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আরটিভি অনলাইনের মুখোমুখি হন ‘যদি একদিন’ সিনেমার পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, অনেকেই ধারণা করছেন, তাহসান ভাই এবার সিনেমায় অভিনয় করছেন। ছবিটি কি নাচ-গান-অ্যাকশানে ভরপুর হবে কিনা? তাদের এটুকু বলতে চাই, এই সিনেমার মূল নায়ক হচ্ছে গল্প।

নির্মাতা রাজ আরো বলেন, কলকাতার শ্রাবন্তীকে নতুন একটা ভিন্ন চরিত্রে দেখবেন দর্শক। আর তাসকিনকে ঢাকা অ্যাটাক সিনেমায় একরকমভাবে দেখা গেছে। ‘যদি একদিন’ সিনেমায় আরেকরকম দেখা যাবে। ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশু শিল্পী রাইসা।

বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে শুরু থেকেই নানারকম চমক হাজির করছেন নির্মাতা রাজ। ইতোমধ্যে ছবিটির অভিনয়শিল্পীর তালিকা মুগ্ধ করেছে দর্শকদের। গত ৬ জানুয়ারি সিনেমাটির আনুষ্ঠানিক মহরতের মধ্য দিয়ে শুটিং শুরু হয়।

‘যদি একদিন’ নির্মাতা বলেন, নতুন একটা চ্যালেঞ্জ নিয়েছি। সবার শুভকামনা নিয়ে কাজটি শেষ করতে চাই। সবাইকে শুধু বলবো, এই সিনেমার গল্প, চরিত্র নির্বাচন ও নির্মাণে নানারকম চমক আছে। ছবিটির আসল চমক দেখা যাবে সিনেমা হলে। সবার কাছে প্রত্যাশা থাকবে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন।

আরও পড়ুন

পিআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh