মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়
![](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/11/image-308243-1736584654.jpg)
শোবিজের দর্শকনন্দিত অভিনেতা নিলয় আলমগীর। ছোট-বড় দুই পর্দাতেই দর্শক মাতিয়েছেন অভিনেতা। কয়েকদিন আগেই পরিবার নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৮ জানুয়ারি খবরটি নিজেই জানিয়েছেন নিলয়। কিন্তু ওমরাহ পালনে যাওয়ার পর থেকেই নেটিজেনদের নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত অভিনেতা।
শনিবার (১১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে আবারও পোস্ট দিয়েছেন নিলয়।
পাঠকদের জন্য অভিনেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
‘এর আগেও আমি অনেক দেশে গিয়েছি। ছবি পোস্ট করেছি। এমনকি পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি। কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে।
কারণটা কি কিছুই বুঝতে পারলাম না। পবিত্র নগরীতে এসেছি। ছবি দেখে ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, ভালো না লাগলে এড়িয়ে যাবেন। আল্লাহ আমাকে এই পবিত্র জায়গায় দ্বিতীয়বারের মতো আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ যদি তৌফিক দেন আবার আসব, বারবার আসব। আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনিও আসতে পারেন এখানে। আল্লাহ কোনটা কবুল করবেন আর কোনটা করবেন না সেটা আল্লাহই ভালো জানেন। বাজে কমেন্টসগুলো আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন জীবন সুন্দর হবে।
এর আগে, গত ৯ জানুয়ারি আরেকটি ফেসবুক স্ট্যাটাসে নিলয় লিখেছিলেন, আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না। আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয়, তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন, তাহলে নতুন নাটকও হবে না।
আরটিভি/এইচএসকে/এস
মন্তব্য করুন
বিজয় দিবসে রাজধানীতে তিন কনসার্ট
![বিজয় দিবসে রাজধানীতে তিন কনসার্ট](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/16/image-304703-1734329713.jpg)
অনলাইনে ‘পুষ্পা টু’ সিনেমা ডাউনলোড করলেই পড়তে হবে বিপদে
![অনলাইনে ‘পুষ্পা টু’ সিনেমা ডাউনলোড করলেই পড়তে হবে বিপদে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/16/image-304762-1734353741.jpg)
অন্তঃসত্ত্বার খবর গোপন রাখেন ঐশ্বরিয়া, অতঃপর...
![অন্তঃসত্ত্বার খবর গোপন রাখেন ঐশ্বরিয়া, অতঃপর...](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/17/image-304871-1734430868.jpg)
ওমর সানীর বাসায় ডাকাতি, সন্দেহের তীর যার দিকে
![ওমর সানীর বাসায় ডাকাতি, সন্দেহের তীর যার দিকে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/17/image-304882-1734434169.jpg)
অশ্লীলতার অভিযোগ, নিষিদ্ধ হলো ১৮ ওটিটি প্ল্যাটফর্ম
![অশ্লীলতার অভিযোগ, নিষিদ্ধ হলো ১৮ ওটিটি প্ল্যাটফর্ম](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/23/image-305706-1734946819.jpg)
অবশেষে বিয়ে না করার কারণ জানালেন মারজুক রাসেল
![অবশেষে বিয়ে না করার কারণ জানালেন মারজুক রাসেল](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/28/image-306312-1735376086.jpg)
অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই
![অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই](https://www.rtvonline.com/assets/news_photos/2025/01/04/image-307166-1735932419.jpeg)