• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরটিভি’র নতুন ধারাবাহিক ‘সময়ের গল্প’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০১৮, ১২:৫৭

অপরাধ ও রহস্য সমাধান বিষয়ক গল্প নিয়ে আজ থেকে শুরু হচ্ছে আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’। প্রতি পর্বে দেখানো হবে প্রতিটি ভিন্ন ভিন্ন অপরাধ, রহস্য ও সমাধানের গল্প। প্রতিটি পর্বের ঘটনাগুলোকে চিত্রনাট্য করবেন ভিন্ন ভিন্ন চিত্রনাট্যকার। পাশাপাশি অভিনয়শিল্পীদের পরিবর্তনও দেখা যাবে।

ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচারিত হচ্ছে আজ রোববার ৭ জানুয়ারি রাত ৮টায়। প্রথম পর্বের নাম ‘দহন’। এই পর্বটির চিত্রনাট্য লিখেছেন এলিনা শাম্মী। অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, রোমানা স্বর্না, ইভান সাইর, মাধবীলতা, কাজল সুবর্ণ, ওয়াসিম খানসহ অনেকে।

পরিচালনা করেছেন তপু খান। তিনি বলেন, বর্তমান সমাজে নিরাপদে বসবাসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। এই বার্তাটি বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের মাধ্যমে তুলে ধরলে অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুটা হলেও এড়ানো সম্ভব। বিভিন্ন সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে নাটকটি।

শুটিং হওয়া অন্যান্য পর্বে অভিনয় করেছেন নায়ক আমিন খান, মৌসুমী হামিদ, তানভীর, আশীষ, নুসরাত জান্নাত রুহি, পান্থ আফজাল, রহমান আজাদ, নাজমুল, আল আমিনসহ আরো অনেকে। দ্বিতীয় পর্বটি রচনা করেছেন ওমর ফারুক। সোমবার একই সময়ে আরটিভিতে নাটকটি দেখানো হবে।

ধারাবাহিকটির সার্বিক তত্ত্বাবধানে আছেন তপু খান। তপু খানের পাশাপাশি পর্ব পরিচালনা পর্ষদে থাকবেন আরো কয়েকজন মেধাবী নির্মাতা। তাদের মধ্যে রয়েছেন আনিসুর রহমান রাজিব, সাইফুল আলম শামীম, মাহাদি শাওন আদনান।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh