• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘পুত্র’ দেখবেন কোথায়?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জানুয়ারি ২০১৮, ১৫:০৪

তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত ‘পুত্র’ ছবিটি আজ ৫ জানুয়ারি সারাদেশের ১০৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ‘পুত্র’ ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন হারুনুর রশিদ। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু।

অভিনয় করছেন ফেরদৌস, জয়া আহসান, ডলি জহুর, আহসান হাবিব, আজিজুল হাকিম, শর্মী মালা, শিশু শিল্পী লাজিম, রিচি সোলায়মান ও সাবেরি আলমসহ অনেকে।

ছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, সুজন আরিফ, তাপসী রুমা ও রাতুল।

মূলত প্রতিবন্ধী শিশুদের বেড়ে ওঠার নানা দিক নিয়েই আবর্তিত হয়েছে ‘পুত্র’র গল্প। একটি প্রতিবন্ধী শিশুর জীবনে কী ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয়, সেসবই ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ‘পুত্র’ ছবির লাভের টাকা ব্যয় হবে অটিস্টিক মানুষের কল্যাণে।

ঢাকার মধ্যে যেসব হলে প্রদর্শিত হচ্ছে

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লক বাষ্টার (যমুনা ফিউচার পার্ক), বলাকা, মধুমিতা, শ্যামলী, সনি,

চিত্রামহল, আনন্দ, জোনাকি, সেনা (ঢাকা ক্যান্ট), গীত, নিউ গুলশান (জিঞ্জিরা), পুরবী, পুনম, রানিমহল, সেনা (নবীনগর, সাভার ক্যান্ট) চম্পাকলি (টঙ্গী)।

ঢাকার বাইরে যেসব হলে প্রদর্শিত হচ্ছে

বর্ষা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), চাঁদ মহল (কাচপুর), মনিহার (যশোর), নন্দিতা (সিলেট), উপহার (রাজশাহী), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর), পুরবী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), আলমাস (চট্টগ্রাম), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), রুপালী (কুমিল্লা), গ্যারিসন (কুমিল্লা ক্যান্ট.), কাকলী (শেরপুর), মনোয়ার (জামালপুর), মানসী (কিশোরগঞ্জ), পান্না (মুক্তারপুর), ঝংকার (পাঁচদোনা), সাগরিকা (চালা), কেয়া (টাঙ্গাইল), রূপসী (ভোলা), পূর্বাশা (সান্তাহার), চিত্রবানী (গোপালগঞ্জ), মধুমতি (ভৈরব), হ্যাপী (লক্ষ্মীপুর), নবীন (মানিকগঞ্জ), চলন্তিকা (গোপালদী), হীরামন (নেত্রকোনা),তিতাস(পটুয়াখালী), কাজলী (মতলব), সিক্তা (ধুনট), ছন্দা (পটিয়া), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), মুন (হোমনা), পালকী (চান্দিনা), উর্বশী (ফুলবাড়ি), বনলতা (ফরিদপুর), কানন (ফেনী), হীরক (গোবিন্দগঞ্জ), মোহনা (কোনাবাড়ি), মোহন (হবিগঞ্জ), মনিকা (সায়েস্তাগঞ্জ), আলতা (সরিষাবাড়ি), ঝংকার (বক্সীগঞ্জ), প্রিয়া (ঝিনাইদহ), রাজ (কুলিয়ারচর), বনানী (কুষ্টিয়া), মিলন (মাদারীপুর), মধুমিতা (মাগুরা), মেহেরপুর (মেহেরপুর), মুন (মুক্তাগাছা), ফিরোজ মহল (পাগলা), গ্যারিসন (দয়ারামপুর), তামান্না (সৈয়দপুর), ছন্দা (হাসনাবাদ), আলীম (মঠবাড়িয়া), সাধনা (রাজবাড়ী), সঙ্গীতা (সাতক্ষীরা), আলোছায়া (শরীয়তপুর), বর্ণালী (শাহজাদপুর), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), মায়াবী (আখাউড়া), অবসর (বিরামপুর), সুরভী (শিবচর), জয় (শমসেরনগর), রাজমনি (বোরহান উদ্দিন), মল্লিকা (উল্লাপাড়া), আলমডাঙ্গা (আলমডাঙ্গা), অনামিকা (পিরোজপুর), আনন্দ (তানোর), আয়না (আক্কেলপুর), ছন্দা (পটিয়া), দিনান্ত (কেশরহাট), জনতা (জলঢাকা), ঝর্না (দাউদকান্দি), লাইট হাউজ (পারুলিয়া), মমতাজ মহল (নীলফামারী), নসীব (সাপাহার), রাজু (ঈশ্বরদী), রংধনু (নজিপুর), সোনালী (ঘোড়াঘাট), সনি (ইসলামপুর), উল্লাস (বীরগঞ্জ), সোনালি (টেকেরহাট)।

এম/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপি পুত্র
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
ব্রাজিলিয়ান সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাহরুখপুত্র
ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 
X
Fresh