• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

আইসিইউতে নির্মাতা সুভাষ ঘাই

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘পরদেশ’, ‘তাল’ খ্যাত নির্মাতা সুভাষ ঘাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৯ বছর বয়সী এ নির্মাতাকে। পরিচালকের শ্বাসপ্রশ্বাসে সমস্যা রয়েছে। তিনি শারীরিকভাবে দুর্বল। এরপর দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি আইসিউতে রয়েছেন।

হাসপাতালে প্রবীণ পরিচালকের খেয়াল রাখছেন অভিজ্ঞ চিকিৎসকদের একটি টিম। এই টিমের মধ্যে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও পালমোনোলজিস্ট রয়েছে বলেই খবর।

জানা গেছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন সুভাষ ঘাই। গত বুধবার থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে খবরটি প্রকাশ্যে আসে। এখন প্রবীণ পরিচালকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে আরও কিছুটা সময় চিকিৎসকরা দেখতে চান। হয়তো এক বা দুই দিনের মধ্যে পরিচালকে জেনারেল বেডে দেওয়া হতে পারে।

নাগপুরে জন্ম সুভাষ ঘাইয়ের। ১৯৭৬ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা ‘কালীচরণ’। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘কর্জ’, ‘বিধাতা’, ‘হিরো’, ‘মেরি জং’, ‘রাম লক্ষ্মণ’, ‘সওদাগর’, ‘খলনায়ক’ থেকে ‘ত্রিমূর্তি’, ‘পরদেশ’, ‘তাল’, ‘ইয়াদেঁ’র মতো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। পরিচালক হিসেবে তার শেষ সিনেমা ‘কাঁচি’। সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়