• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

দ্বিতীয়বার প্রবাসীর সংসারে অহনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ১৩:৪৫
সংগৃহীত
ছবি:সংগৃহীত

মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার। কখনও শহরের মডার্ন মেয়ে তো কখনও গ্রামের সহজ-সরল প্রাণচঞ্চল নারী। বলছি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের কথা।

এদিকে বর্তমানে ইউটিউবকেন্দ্রিক নাটকে বেশ দর্শকচাহিদা রয়েছে অভিনেত্রী অহনার। গত সেপ্টেম্বরে তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক প্রচার হয়। পরিচালনা করেন জিয়াউদ্দিন আলম। নাটকটি থেকে দর্শক সাড়া পাওয়ায় এবার নির্মিত হয়েছে এর সিকুয়েল, এমনটাই জানিয়েছেন নির্মাতা। ‘প্রবাসীর স্ত্রী-২’ নামে দ্বিতীয় কিস্তির নির্মাণকাজ শেষ হয়েছে। নাটকটিতে প্রবাসীর স্ত্রী নিরুর চরিত্রে অভিনয় করেছেন অহনা।

এ প্রসঙ্গে অহনা বলেন, প্রথম কিস্তির গল্পের সঙ্গে দর্শক খুব মানিয়ে নিয়েছিলেন। এটা আসলে আমাদের সমাজেরই গল্প। তাই দর্শকদের আকৃষ্ট করতে পেরেছে। সবাই চাইছিলো এর দ্বিতীয় কিস্তি। আমার কাছে মনে হয়েছে দর্শকদের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। তাই আবারও অভিনয় করলাম।

নাটকটিতে দেখা যাবে, নিরুর জীবনের এক কষ্টের কাহিনি। মিথ্যা অপবাদ ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয় নিরু। প্রবাসী স্বামী একপর্যায়ে তার সন্তানকেও অস্বীকার করে। এ রকম অনেক করুণ কাহিনির ভিতর দিয়েই গল্প এগিয়ে যাবে।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনেকের ধারণা, আমি প্রেগন্যান্ট বলে অভিনয় ছেড়ে দিচ্ছি: অহনা
‘দাম যেভাবে বাড়ছে কিছুদিন পর মাটির বানানো বিস্কুট খেতে হবে’
কোনো পুরুষকেই বিশ্বাস করি না: অহনা
যে কারণে মেয়েদের সস্তা বললেন অভিনেত্রী অহনা