• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

পোশাক শ্রমিকদের আন্দোলন, কনসার্ট মিস শিরোনামহীনের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ নভেম্বর ২০২৪, ১৮:১৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট। তবে এই ভোগান্তি আরও বেড়ে যায় যখন রাজধানীতে কোনো সভা-সম্মেলন হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের তা আরও প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিনই কোন না কোন আন্দোলন আছেই। কনসার্টে যাওয়ার পথে তেমনই ভোগান্তিতে পড়েছেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি কনসার্টে পারফর্ম করার কথা ছিল ব্যান্ডটির। কিন্তু গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন একটি গার্মেন্টস কোম্পানির শ্রমিক ও কর্মকর্তারা। ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন লাখ লাখ মানুষ। এই যানজটের কারণে অবশেষে কনসার্টটি মিস করেন শিরোনামহীনের সদস্যরা।

গত ২৮ বছরে এমনভাবে কনসার্ট মিস করার রেকর্ড নেই ব্যান্ডটির। ফলে শ্রোতাদের কাছে দুঃখপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিরোনামহীনের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, গাজীপুরের চন্দ্রাতে গার্মেন্টস কর্মীদের আন্দোলনে চার ঘণ্টা ধরে রাস্তা বন্ধ থাকার কারণে আমরা কোনোভাবেই আজকের কনসার্টে সময় মতো উপস্থিত হতে পারিনি। বিকেলে (বৃহস্পতিবার) একটি পোস্টের মাধ্যমে আমরা জামালপুরের পথে আছি—এটা জানানোর আধাঘণ্টা পর থেকেই আমরা ১০ কিলোমিটার লম্বা জ্যামের ভিতরে আটকে যাই। ইউটার্ন করে অন্যপথে যাওয়ারও কোনো উপায় ছিল না।

এভাবে সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেছে শিরোনামহীন। তারা বলেন, প্রধান সড়ক বন্ধ করে এ ধরনের আন্দোলনে হাজার হাজার যানবাহন, অ্যাম্বুলেন্সসহ হাজার হাজার যাত্রীর অবর্ণনীয় দুর্ভোগ কখনোই কাম্য নয়। রাত ৯টার পরে খুবই ধীর গতিতে যান চলাচল শুরু হয়। আমরা আয়োজককে জানালাম রাত ১২টা/সাড়ে ১২টা বাজলেও আমরা এসে পারফর্ম করতে চাই। কিন্তু সিকিউরিটি এবং পুলিশ পারমিশনের জন্য সেটাও সম্ভব নয়। আমরা আয়োজককে প্রস্তাব দিলাম যদি সম্ভব হয় এই কনসার্টটি আমরা শুক্রবার করতে চাই। কিন্তু সেই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

বিলম্বিত হলেও কনসার্টটি যেন হয়, আয়োজকদের সেই প্রস্তাব দেয় শিরোনামহীন। কিন্তু নিরাপত্তার কথা ভেবে তা আর সম্ভব হয়নি। এ বিষয়ে ওই পোস্টে ব্যান্ডটি বলে, জামালপুরের এই কনসার্টটি কনফার্ম ঘোষণা করার পর থেকেই আমরা জামালপুরবাসীর অনেক মেসেজ পেয়েছি। আমরা জানি কতটা আবেগ জমিয়ে রেখেছিলেন আপনারা এই দিনটির জন্য। এই কনসার্টটি দেখার জন্য যারা আশা করে ছিলেন এবং দূর-দূরান্ত থেকে এসেছেন, আমরা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমরাও দুপুর ১টা থেকে এখন পর্যন্ত সবাই গাড়িতে। কখন বাসায় যেতে পারব সেটাও জানি না। কনসার্টটা এভাবে মিস হয়ে যাওয়ায় আমরাও আহত হয়েছি। শিরোনামহীন গত ২৮ বছরে এভাবে কোনো কনসার্ট মিস করেনি। কাল অথবা পরশু যদি কনসার্টটি করা সম্ভব হয় আমরা অবশ্যই আপনাদের জানাব।

যদিও কনসার্টটি আবারও হবে কিনা সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। এ সম্পর্কিত আপডেট ব্যান্ডটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে খুব শিগগিরই জানাবে।

শিরোনামহীনের পক্ষ থেকে বলা হয়, খুবই দুঃখ পেয়েছি। এমনটা হয়নি কখনও। আমরা আশা করি আগামী কয়েক দিনের ভিতরেই কনসার্টটি যেন করতে পারি।

প্রসঙ্গত, সর্বশেষ শিরোনামহীন ‘মা’ নামে একটি নতুন গান প্রকাশ করেছে। যেখানে মমতাময়ী মায়ের প্রতি ভালোবাসা ও আবেগ-অনুভূতির বিষয়গুলো ফুটে উঠেছে। অন্যদিকে, শিরোনামহীন তাদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছে। ইতিমধ্যে এই অ্যালবামের ‘বাতিঘর’, ‘কেউ জানে না’ ও ‘নিঃশব্দপুর’ শিরোনামের গানগুলো প্রকাশিত হয়েছে।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলন করব: নুর
বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিতরা জাতীয় বীর: এমরান সালেহ প্রিন্স 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
গণতন্ত্রকে পূর্ণরূপ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মির্জা ফখরুল