• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

১০ বছর পর ‘ভয়াল’ দিয়ে পর্দায় ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৮
ইরফান সাজ্জাদ

শোবিজের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেতা। তবে মাঝে সিনেমায় লম্বা বিরতি দিয়েছিলেন তিনি। অবশেষে ১০ বছর পর ‘ভয়াল’ সিনেমা দিয়ে আজ রুপালি পর্দায় ফিরছেন ইরফান। এটি তার তৃতীয় সিনেমা।

সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমকে অভিনেতা বলেন, আমার কাছে মনে হয়েছে, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেওয়ায় যুদ্ধ বেশি। ১০ বছর পর সিনেমা নিয়ে ফিরছি। যুদ্ধে যেহেতু নেমেছি, অনেক কিছু ঘটবে। স্বাভাবিকভাবে মেনেও নিয়েছি এসব। কারণ, কষ্ট করে বাধা কাটিয়ে উঠতে পারলে মানুষের বিশ্বাস অর্জন করা যাবে, বাকি পথ মসৃণ হবে। পরপর কয়েকটি সিনেমার পরিকল্পনা রয়েছে।

ইরফান আরও বলেন, খাসিয়াদের পুঞ্জিতে টানা ১৫ দিন শুটিং করেছি আমরা। সেখানে ছিল না কোনো নেটওয়ার্ক। সংরক্ষিত এলাকা। বিশেষ অনুমতি ছাড়া শুটিংও করা যায় না। ওখানে আমরা শুটিং করেছি, যাতে ভিজ্যুয়ালি ভিন্নধর্মী কিছু দেখতে পারে মানুষ। আমাদের মুক্তি পাওয়া গানটি দেখলে কিছুটা হলেও অনুমান করতে পারবেন। সিনেমাটির লোকেশনেও বৈচিত্র্য খুঁজে পাবেন দর্শকেরা।

প্রসঙ্গত, ‘ভয়াল’ সিনেমায় ইরফানের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। এতে আরও অভিনয় করেছেন, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহ প্রমুখ। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘আলী’ ও ‘ফুটবল ৭১’। এর আগে ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘ভালোবাসা এমনই হয়’ নামের দুটি সিনেমায় অভিনয় করেছিলেন ইরফান।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভয়াল’
যে কারণে নায়িকা হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তানিয়া বৃষ্টির
একতাবদ্ধ হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে: মিম
বন্যা ট্যুর বন্ধ হোক: ইরফান সাজ্জাদ