• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘কাট’ বলার পরও চুমুতে ব্যস্ত অভিনেতা: সায়নী গুপ্ত

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ নভেম্বর ২০২৪, ১৯:০২
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সায়নী গুপ্ত সম্প্রতি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতার আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন। এক সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রী বলেন, পরিচালক ‘কাট’ বলার পরও তার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা। এটাকে অপেশাদার আচরণ হিসেবে দেখছেন তিনি।

গোয়ার সমুদ্রতটে ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস’-এর শুটিংয়ে সায়নীকে একটি ছোট পোশাক পরতে বলা হয় ৭০ জন পুরুষের সামনে। শুধু তাই নয়, ওই পোশাকে তুলে ধরতে হবে তার আবেদন।

সায়নী বলেন, আমার নিজেকে দুর্বল লাগছিল এবং অস্বস্তি হচ্ছিল। তার কারণ আমার সামনে দাঁড়িয়ে ছিলেন ৭০ জন পুরুষ। আমার পাশে তেমন কেউ ছিলেন না। কলাকুশলীও তেমন ছিলেন না। আমার মনে হচ্ছিল, একজন যদি গায়ের কাপড় নিয়ে আসত!

তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে সহ-অভিনেতারাও ঘনিষ্ঠ দৃশ্যের সুযোগ নেন। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলার পরেও এক অভিনেতা থামেননি।

সায়নী বলেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কিন্তু আসলে কঠিন নয়। কারণ, খুব নিয়মমাফিক হয় এর শুটিং। কিন্তু এই দৃশ্যের সুযোগও নেয় অনেকে। আমার সঙ্গেই এমন হয়েছে। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলা হয়ে গেছে। তারপরও সহ-অভিনেতা থামেননি।

আরটিভি /এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় বন্ধ করব না: সিডনি সুইনি
যৌনদৃশ্যে আপত্তি, ইমরান হাশমিকে কোয়েলের না
নগ্ন দৃশ্যে অভিনয় করা নিয়ে যা বললেন তামান্না