• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

নগ্ন দৃশ্য ফাঁস হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৩৬

ওপার বাংলায় ২২ নভেম্বর মুক্তি পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমা। মুক্তির পর সিনেমার একটি দৃশ্য ফাঁস হয়েছে অনলাইনে। যেখানে নগ্ন দেখা গেছে দক্ষিণী অভিনেত্রী দিব্যা প্রভাকে। তা-ই নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিতে চরিত্রের প্রয়োজনে বিবসনা হয়েছিলেন দিব্যা। বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নগ্নতা কোনো বিষয় না, সিনেমার বিষয়ই গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, সিনেমার বার্তা অনেকেই বুঝতে পারেননি। তারা কেবল ওই দৃশ্যটি নিয়েই কথা বলেছেন।

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কোনো অস্বস্তি নেই জানিয়ে দিব্যা বলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আমি অস্বস্তি বোধ করি না। আমার কাছে কেবল গল্প প্রাধান্য পায়, অন্য কিছু না।

দিব্যা জানান, ওই দৃশ্যধারণের সময় অল্প কয়েকজন কলাকুশলী উপস্থিত ছিলেন। দৃশ্যটি শুটিংয়ের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছিল। সিনেমাটি তরুণ প্রজন্মের দর্শকের ভালো লাগবে বলে মনে করছেন অভিনেত্রী।

গেল কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রিঁ জিতেছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এটি অন্যতম মর্যাদাপূর্ণ এ আসরের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও ইতালির যৌথ প্রযোজনা নির্মিত হয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন প্রমুখ।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
শনির আখড়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
ফাঁস হওয়া আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ঊর্বশী
শরীয়তপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা