• ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১
logo

চমক নিয়ে পর্দায় আসছে ‘হাউজফুল ফাইভ’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ নভেম্বর ২০২৪, ১২:২২
ছবি: সংগৃহীত

রোমান্টিক, থ্রিলার, অ্যাকশনের পাশাপাশি নিয়মিত কমেডি সিনেমাও নির্মিত হয় বলিউডে। যার মধ্যে অন্যতম ‘হাউসফুল’। ২০১০ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি। মুক্তির পর বক্সঅফিসে ব্যাপক প্রশংসা কুড়ায় সিনেমাটি।

এরপর একে একে টু, থ্রি এবং সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পায় ‘হাউসফুল ফোর’। এবার চমক নিয়ে পর্দায় আসছে সিনেমাটির পঞ্চম কিস্তি। বলিউড হাঙ্গামার প্রতিবেদন হতে জানা যায়, ‘হাউসফুল ফাইভ’-এ থাকবেন একদল তারকা।

বুধবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। যেখানে দেখা যাচ্ছে, বলিউডের খ্যাতনামা অভিনেতারা সব দল বেঁধে একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, এরাই থাকবেন ‘হাউজফুল ফাইভ’ সিনেমায়।

পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জনি লিভার, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাম বাজওয়া, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, প্রমুখ। আরও থাকবেন নানা পটেকর, চাঙ্কি পান্ডে, শ্রেয়াস তালপাড়ের মতো অভিনেতারাও।

‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। সিনেমাটি নির্মাণ করছেন তরুণ মনসুখানি। সিনেমাটি দেখতে আরও এক বছর অপেক্ষার প্রহর গুনতে হবে হাউজফুল ভক্তদের। কারণ, আগামী বছরের জুন মাসে মুক্তি পাবে ‘হাউসফুল ফাইভ’।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্টুডিও ঝাড়ু দিতেন নায়িকা রাভিনা