• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিয়ে নিয়ে যা বললেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৫
সংগৃহীত
ছবি:সংগৃহীত

ছোট পর্দার বর্তমান প্রজন্মের অভিনেত্রী লামিমা লাম। নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন তিনি। বিশেষ করে অভিনেতা শিমুলের সঙ্গে জুটি বেঁধে কাজ করারটা দর্শক বেশ উপভোগ করেছে। এরপর এই নির্মাতার হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা।

বর্তমানে অন্যান্য নির্মাতাদের কাজ নিয়ে বেশ ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতিই নির্মাতা জিন্নাহ’র ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। তবে তার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিজীবনের প্রতিও। অনেকে জানতে চান লামিমা কি সিঙ্গেল? কিংবা বিবাহিত?

বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায়, এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!

লামিমা জানান, তিনি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এ কোয়েশচন’ পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে! অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান, আসলেই কবে বিয়ে করছেন লামিমা।

একই প্রশ্ন লামিমাকে করা হলে অভিনেত্রী বলেন, এটার উত্তর দেওয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে।

লামিমা লাম অভিনীত উল্লেখযোগ্য নাটক ও ওয়েব ফিল্মে হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠান্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুডবাজ’, ‘লতা অডিও’ ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’ ইত্যাদি ।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুঃসংবাদ দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পাভেল
‘তেল চোরের থেকে তেলবাজরা অনেক বেশি ভয়ংকর’
‘গরিব হতে পারি, কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু’
‘ব্যাচেলর পয়েন্ট-৫’ নিয়ে সুখবর দিলেন অমি