• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

এবার বিয়ের পিঁড়িতে বসছেন তামান্না-বিজয়

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ নভেম্বর ২০২৪, ১৩:৪২
তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা

চলে এসেছে বিয়ের মৌসুম। শীত আসলেই যেন হিড়িক পড়ে যায় বিয়ের। এদিকে আবারও বিয়ের সানাই বাজতে চলেছে বলিপাড়ায়। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউড অভিনেতা বিজয় ভার্মা।

ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছে এই জুটি। এবার সাত পাকে বাঁধা পড়ার পালা। ২০২৫ সালেই বিয়ে করছেন তামান্না-বিজয়।

এরইমধ্যে শুরু হয়ে গেছে বিয়ের সকল প্রস্তুতিও। আর তাই মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ শুরু করেছেন তামান্না-বিজয়। বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা রয়েছে তাদের। বিয়ের পর সেখানেই সংসার পাতবেন তারা। ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি জানান এই জুটির ঘনিষ্ঠজনেরা।

যদিও বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন তামান্না-বিজয়। তবে সম্পর্ক নিয়ে কোনো দিনই রাখঢাক করেননি তারা। রেস্তোরাঁ থেকে ফিল্মি পার্টি— সব জায়গাতেই হাতে হাত রেখে একসঙ্গে হাজির হতে দেখা যায় তাদের। রসায়ন মুগ্ধ পাপারাজ্জি থেকে শুরু করে নেটপাড়া।

তারকাদের বিয়ে নিয়ে বেশ উৎসুক থাকেন ভক্তরা। স্বাভাবিকভাবেই তামান্না-বিজয় কীভাবে বিয়ের প্ল্যানিং করছেন? তা জানতে মুখিয়ে রয়েছেন তারা। এদিকে সূত্রের খবর, কোনো ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং দেশের মধ্যে সাধারণ আয়োজনেই বিয়ে করার পরিকল্পনা এই জুটির।

২০২২ সালে প্রথম প্রকাশ্যে আসে তামান্না-বিজয়ের প্রেমের খবর। তবে শুরুর দিকে সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে চাননি তারা। নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন।

পরে ২০২৩ সালের জুন মাসে তামান্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে সুখে আছেন তিনি। কাজের ক্ষেত্রেও তারা পরস্পরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন। ‘লাস্ট স্টোরি টু’ সিনেমায় উষ্ণ রসায়নে পর্দা মাতিয়েছিলেন তামান্না-বিজয়।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সন্তান নিতে ভয় পান তামান্না
অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না
বিয়ের চাপে তামান্না-বিজয়!