• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘তেল চোরের থেকে তেলবাজরা অনেক বেশি ভয়ংকর’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ নভেম্বর ২০২৪, ১৭:৪৮

ওপার বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে বেরিয়ে অভিনয়ে আসেন সাইদুর রহমান পাভেল। নাটকের অভিনেতা হিসেবে তিনি এখন সবার পরিচিত মুখ। এই অভিনেতাকে জনপ্রিয়তা এনে দেয় নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকটি।

নাটকটিতে পাভেলকে দেখা গেছে নোয়াখালীর বজরা বাজারের জাকির চরিত্রে। যে কিনা মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন। বলা চলে এই চরিত্রটি অভিনেতা পাভেলকে খ্যাতি এনে দেয়। এমনকি পাভেলের পরিবর্তে মানুষ তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যুতেই বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন এই অভিনেতা। সেই ধাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) একটি স্ট্যাটাস দেন তিনি। যেখানে তিনি লেখেন, তেল চোরের থেকে তেলবাজরা অনেক বেশি ভয়ংকর।

পাভেলের সেই পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করেছেন।

এদিকে অভিনয়ে আসা প্রসঙ্গে পাভেল জানান, তাকে প্রথম অভিনয়ে ডাক দেন তপু খান, নাটকটির নাম ছিল ‘কট বিহাইন্ড’। পরে টুকটাক নাটক করছিলেন, কিন্তু গণমানুষের কাছে পৌঁছাতে পারছিলেন না। পাভেলের ভাষ্য, আশফাকুর রহমান রবিন ভাইয়ের রেফারেন্সে অমি ভাইয়ের ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে জাকির চরিত্র পাই। এরপর লাইফের গতিপথ বদলে গেছে। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি কাজ দিয়ে মানুষকে আনন্দ দিতে।

তিনি আরও জানান, আমি মীরাক্কালের পাভেল আছি, সবসময় থাকবো। কিন্তু অভিনেতা হওয়ার জন্য বজরা বাজারের জাকির চরিত্রটি হেল্প করেছে। এখন আমার ফোকাস অভিনয়ে। আমি অভিনেতা হিসেবে বাকি জীবন কাটাতে চাই। বুড়ো হয়ে গেলে যদি বাবার চরিত্র পাই, সেই সময়ও অভিনয় করতে চাই।

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও ফারিণকে নিয়ে যা জানালেন নির্মাতা অমি
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী লামিমা
মধ্যরাতে ‘স্ক্রিনশট’ ফাঁস করে যা বললেন ফারিয়া শাহরিন