• ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিয়ের গুঞ্জনে যা জানালেন অভিনেত্রী হিমি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৭:২০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুব অল্প সময়েই ছোট পর্দার প্রিয় মুখ হয়ে উঠেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। সেই যে ছোটবেলা থেকে নাচ, গান, আবৃত্তির মধ্যেই বিচরণ করেছেন তিনি এরপর বড় হয়ে মডেলিংয়ের পর নাম লেখান অভিনয়ে। মেধা আর সাবলীল অভিনয় দিয়ে খুব অল্প সময়েই নিজের শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হিমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে হুট করেই ‘জাস্ট ম্যারিড’ লিখেছেন। এই পোস্টের পর তার ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ে। প্রশ্ন জাগে, তবে আচমকা বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

সেই পোস্টের পর অনেকেই তাকে বিয়ের জন্য অভিনন্দনও জানাতে শুরু করে দেন। পরে হিমিকে সেই পোস্টের রহস্য উন্মোচন করতে হলো। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানালেন, আলোচিত পোস্টটি নিছকই একটি মুক্তিপ্রতীক্ষিত নাটকের প্রচারণা মাত্র।

জানা যায়, অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ‘জাস্ট ম্যারিড’ নামের একটি নাটকে অভিনয় করেছেন হিমি। সে নাটকের প্রচারণার অংশ হিসেবে পোস্টটি করেছিলেন তার পেজের অ্যাডমিন। তবে অনেকেই এটিকে তার বিয়ের খবর ভেবে নেওয়ায় পরে মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয়।

এই পোস্ট প্রসঙ্গে প্রশ্নের জবাবে হিমি একটি গণমাধ্যমকে বলেছেন, আমি এভাবে বিয়ে করব কেন। বিয়ে করলে চুপিসারে নয়, জানিয়েই বিয়ে করব। এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে। নাটকটি আজ মুক্তি পেয়েছে।

এ সময় নিজের বাস্তবে বিয়ের প্রসঙ্গেও কথা বলেছেন হিমি, বিয়ে তো করতেই হবে। পরিবার থেকেও মাঝেমধ্যে জানতে চায়। কিন্তু কবে যে বিয়ে করব জানি না। তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাব না। আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে। সবাইকে জানিয়েই বিয়ে করব।

প্রসঙ্গত, ‘জাস্ট ম্যারিড’ নামে ওই নাটকে হিমি-নিলয় ছাড়াও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, পাপিয়া, ইসরাক পায়েল প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে নাগা চৈতন্য ও শোভিতার বিয়ের ছবি
ছেলেদের যেসব প্রশ্নের কারণে ৪১ বছরেও বিয়ে করেননি ক্রিকেটার মিতালি
বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল, বাচ্চাদেরও আমি বিয়ে দেব না: তিশা
বিয়ের চাপ দেওয়ায় তরুণীকে গুলি করে হত্যা, যুবক গ্রেপ্তার