• ঢাকা রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফারুকীর উপদেষ্টা হওয়া নিয়ে যা বলছেন সংস্কৃতি কর্মীরা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ২১:৩১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবশেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন আরও দুজন। তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

ফারুকীর উপদেষ্টা হওয়ার খবরটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শুভকামনা জানাচ্ছেন এই পরিচালককে। ফারুকীকে প্রথম অভিনন্দন বার্তা পাঠিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

সন্ধ্যা ৭টায় এই নির্মাতা শপথগ্রহণের আগেই ফারকীর একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাকে অভিনন্দন জানান জয়। যেখানে তিনি লেখেন, অভিনন্দন ফারুকী ভাই। আমাদের মানুষ। আমাদের আস্থা। শান্তির বার্তা দিয়ে হোক শুরু আপনার নেতৃত্ব।

‘পরবাসিনী’, ‘লালটিপ’ সিনেমার পরিচালক স্বপন আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা সরয়ার ফারুকী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী ভাইকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়! অভিনন্দন ফারুকী ভাই...আশা করি, এখন থেকে শিল্পী, শিল্পপ্রেমী, মিডিয়া, নাটক, সিনেমা এবং এই অঙ্গনের মানুষদের জন্য কোনো বাধা থাকবে না। আমাদের কমিউনিটি থেকে তার চেয়ে যোগ্য প্রতিনিধি আর কে হতে পারে! আমরা অত্যন্ত আনন্দিত।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন আরেক নির্মাতা খিজির হায়াত খান। তিনি ফেসবুকে লিখেছেন, যাক, অবশেষে একজন শিল্পী (চলচ্চিত্র নির্মাতা) উপদেষ্টামণ্ডলীতে স্থান পেলেন।

অভিনেতা শিবলু লিখেছেন, অভিনন্দন! নতুন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। কিছুদিন আগে নিজের ফেসবুক আইডি তে উপদেষ্টা হওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন,এবার সত্যি ই উপদেষ্টা হয়ে গেলেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

পরিচালক রাশীদ পলাশ শুভকামনা জানিয়েছেন এই নির্মাতাকে। আরেক পরিচালক সাজ্জাদ খান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অবশেষে প্রিয় সরয়ার ফারুকী ভাইউপদেষ্টা হইতে পারলেন। সময়ের দাবি মেনে নিয়েছে সরকার।

পরিচালক গৌতম কৈরী লিখেছেন, অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী ভাই। তীব্র শুভকামনা।

গায়িকা এলিটা করিম লিখেছেন, অভিনন্দন, মোস্তফা সরয়ার ফারুকী ভাই। নতুন কালচারাল উপদেষ্টা।

নির্মাতা রেদোয়ান রনি লিখেছেন, এর চেয়ে গৌরবের মূহুর্ত আমাদের ছবিয়াল ভাই বেরাদরের জীবনে আর কী হতে পারে! আমাদের গুরু Mostofa Sarwar Farooki আজ সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নিলেন, আমাদের সরো ভাই, আমাদের অভিভাবক,শিক্ষক,পরিবারের বড় ভাই যিনি সুখে দুখে আমাদের আগলে রেখেছেন এতদিন। দেশের এত বড় এক দায়িত্ব আজ কাঁধে তুলে নিলেন, আশা করি বরাবরের মতোই বাংলাদেশ তার মেধা পরিশ্রম সততা আর অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাবে, আমরাও বরাবরের মতোই তার পাশে আছি নতুন বাংলাদেশে সবচেয়ে আশার আর ভরসার দিন আজ আমার, আমাদের সংস্কৃতি অঙ্গনের সবার।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থার্টি-ফার্স্ট নাইটে তরুণরা পানি-টানি খায়, প্রকাশ্যে না করার আহ্বান
অর্থনৈতিক মন্দা বাংলাদেশ-ভারতকে প্রভাবিত করছে: পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশিদের অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুরোনো টেন্ডার বাতিল করায় ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব