• ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘বাচসাস’র নির্বাচন কমিশন গঠন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ নভেম্বর ২০২৪, ১৫:২৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে কামরুল হাসান দর্পণ ও রাহাত সাইফুল পরিষদ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নর্বনির্বাচিত কমিটির নিকট এক যৌথ সভায় দায়িত্ব হস্তান্তর করেন সদ্যবিদায়ী সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

এ সময় বিদায়ী কমিটির সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সংগঠনকে এগিয়ে নিতে। আশা করছি, নতুন কমিটি সদস্যদের প্রত্যাশানুযায়ী বাচসাসকে আরও গতিশীল করে তুলবে। আমরা সবসময় নতুন কমিটির পাশে আছি।

বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে নতুন সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, বাচসাস একটি পরিবার। এই পরিবারের ঐক্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠনের সদস্যদের মতামত ও পরামর্শ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাব।

যৌথ সভা শেষে বাচসাসের নীতিমালা অনুযায়ী, নর্বনির্বাচিত কমিটি আগামী ২০২৬-২৮ মেয়াদের ৫ সদস্যর নির্বাচন কমিশন গঠন করে। প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন এরফানুল হক নাহিদ।

কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আবুল হোসেন মজুমদার, আমিনুল ইসলাম রাজু ও হাফিজুর রহমান সুরুজ।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়