• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুত্রসন্তানের মা হলেন ‘বার্বি’ তারকা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৩ নভেম্বর ২০২৪, ১৫:৩২
মার্গো রবি

প্রথমবারের মতো মা হলেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। গত ১৭ অক্টোবর পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। অভিনেত্রীর স্বামী ব্রিটিশ প্রযোজক টম একারলি। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর চলতি বছরের জুলাইয়ে দেখা যায় রবিকে। সেসময় লন্ডনের এক অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন টম-মার্গো। ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে প্রথম দেখা দুজনের। সেই সিনেমার অভিনেত্রী ছিলেন মার্গো। অন্যদিকে সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন টম। এরপরই এক অপরের প্রেমে পড়েন তারা।

বিয়ের পর ‘লাকি চ্যাপ’ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন টম-মার্গো। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

প্রসঙ্গত, সর্বশেষ গেল বছরের আলোচিত ‘বার্বি’ সিনেমায় পর্দায় দেখা গেছে মার্গোকে। এ ছাড়া মুক্তি পেয়েছে তার প্রযোজিত সিনেমা ‘সল্টবার্ন’। অন্যদিকে ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি ‘কুইন অব দ্য ইয়ার’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করার কথা রয়েছে মার্গোর।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়