• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

চেয়ারে বসা নিয়ে বুবলীর সঙ্গে নিশোর খুনসুটি, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ নভেম্বর ২০২৪, ১৩:২৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাশাপাশি চেয়ারে বসে কথা বলছিলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী, ঠিক এ সময় এসে হাজির হলেন বুবলী। প্রতিটি চেয়ারের পিছনে আমন্ত্রিত শিল্পীর নাম লেখা ছিল। বুবলীর চেয়ার বসে গল্প করছিলেন নিশো। বুবলীকে দেখেই হাসিমুখে নিশো বলে ওঠেন আমি মনে হয় আপনার চেয়ারে বসে পড়েছি। বুবলী প্রতিউত্তরে বলেন ওকে...ওকে। নো প্রবলেম। এ বলতে বলতে অন্য চেয়ারে বসে পড়েন তিনি। এ সময় তাদের দুষ্টমির কথোপকথন দৃশ্য ধারণ করেন অনেকে। সম্প্রতি গুলশান ক্লাবে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এই ঘটনা।

এদিকে, আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মিডিয়াতে অবদান স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. মতিন রহমানকে। ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছেন আফরান নিশো। ‘প্রহেলিকা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শবনম বুবলী। ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন রায়হান রাফী। ‘এমআর-৯’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন সাজ্জাদ হোসেন। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন কনা। সেরা প্রযোজনার পুরস্কার পেয়েছে জাজ মাল্টিমিডিয়।

‘দ্য সাইলেন্স’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন মেহজাবীন চৌধুরী। ওয়েব ফিল্ম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন শিহাব শাহীন।

‘পুতুলের সংসার’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। ‘শহরে অনেক রোদ’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন খাইরুল বাসার। ‘লাভ সেমিস্টার’ নাটকের জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন প্রবীর রায় চৌধুরী। ‘ভিলেজ গার্ল’ নাটকের জন্য সেরা নবগতার পুরস্কার পেয়েছেন মিম সুলতানা।

সেরা পুরুষ মডেলের পুরস্কার পেয়েছেন ফররুখ আহমেদ রেহান। সেরা নারী মডেলের পুরস্কার পেয়েছেন তানজিয়া জামান মিথিলা। সেরা নবগত মডেলের পুরস্কার পেয়েছেন আনিকা বুশরা মারিয়া। সেরা ফ্যাশন স্টাইলিশ মাশরুর রহমান নিহাল। সেরা নৃত্য পরিচালকের পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সেরা ফ্যাশন কোরিওগ্রাফারের পুরস্কার পেয়েছেন ইমরান আলী শিকদার। সেরা ফ্যাশন ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন গৌতম সাহা। লাক্সারি সেগমেন্টে অসামান্য মহিলা উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন ফরিদা হোসেন।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিসরে গিয়ে ছোটবেলার স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের
মেহজাবীনের গোপন তথ্য ফাঁস করলেন ফারিণ
জুয়ার প্রচারণা দিয়ে আলোচনায় বুবলী
তিনি খ্যাতির পেছনে ছুটতে গিয়ে পথ হারিয়েছেন: মেহজাবীন