• ঢাকা সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
logo

প্রতি বছরই আমি বেশ কিছু সিনেমা নিয়ে আসব: আফরান নিশো

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩১ অক্টোবর ২০২৪, ১৪:১৮
আফরান নিশো

শোবিজের দর্শকনন্দিত অভিনেতা আফরান নিশো। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। দীর্ঘদিন নাটকে পর্দা মাতানোর পর সেই গণ্ডি পেরিয়ে সিনেমায় পা রাখেন এই অভিনেতা। রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দেন তিনি।

এরপর থেকেই নিশোর পরবর্তী কাজ দেখার জন্য অধীর অপেক্ষা সিনেমাপ্রেমীদের। এবার তার সেই ভক্তদের জন্য সুখবর দিলেন অভিনেতা। জানালেন, প্রতি বছরই তার অভিনীত বেশ কিছু সিনেমা নিয়ে আসবেন নিশো।

বুধবার (৩০ অক্টোবর) ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে প্রোগ্রাম শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

নিশো বলেন, আমার ক্যারিয়ারে এখন সিনেমার প্রাধান্যই বেশি। ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আসলে ওইভাবে আর কোনো কনটেন্টে কাজ করিনি। যদিও অনেকেই বলেছে সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আল্লাহর উছিলায় হয়। সে যখন দিক-নির্দেশনা দেয় তখনই আসলে সেটা ঘটে। আমি সবসময় পজিটিভ থাকি।

অভিনেতা আরও বলেন, আমি যখন মডেলিং করেছি, তখন ভাবিনি যে আমি নাটকে কাজ করব। ভেবেছিলাম মডেলই হব। নাটক শুরু করার পর যখন দর্শকদের কাছ থেকে গুড ভাইব পাই, তখনও ভাবিনি আমি অভিনেতা হব। পরে কাজ করতে গিয়ে যখন ইচ্ছা তৈরি হয়, প্যাশন কাজ করে, পাশাপাশি যখন প্রফেশনালি কাজটা করতে পারছি তখনই প্রপারলি অভিনয়টা শুরু করি।

নিশো বলেন, এরপর আমার সিনেমার জার্নি। আমার খুব ইচ্ছা যে, প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে আসব আমি। আমার সঙ্গে যেসব পরিচালক-প্রযোজকের সম্পর্ক ভালো তারাও কিন্তু এটা চায়। তবে শুধু সিনেমা নয়, যে কোনো ভালো গল্পের কাজের পাশাপাশি ভালো পারফর্ম করতে চাই।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে সিনেমা দিয়ে ফিরছেন আফরান নিশো
কাকে চিটার বললেন তমা মির্জা
লাল সবুজের পতাকায় আজ কেন এত লাল: আফরান নিশো
‘তুফান’-এ যে চরিত্রে প্রস্তাব পেয়েও অভিনয় করেননি তমা মির্জা