• ঢাকা সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
logo

দুই আন্তর্জাতিক সংগীত সম্মেলনে চিরকুটের সুমি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৭ অক্টোবর ২০২৪, ১১:৪৪
শারমিন সুলতানা সুমি

দেশের গণ্ডি পেরিয়ে বাংলা গানকে বিশ্বমঞ্চে বারবার তুলে ধরেছে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। এবার বিশ্বের বৃহত্তম সংগীত সম্মেলন ওম্যাক্স-এ (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো) অংশ নেন দলটির গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, কমিউনিকেশন স্পেশালিস্ট ও উদ্যোক্তা শারমিন সুলতানা সুমি। দ্বিতীয়বারের মতো এতে অংশ নিলেন এই গায়িকা।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ২৪-২৬ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় সম্মেলনটি। এতে বিশ্বের ৯০টি দেশের ২৬০ সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত পেশাদার অংশ নেন। এছাড়া উৎসবটিকে সারা বিশ্বের আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেটও বলা হয়ে থাকে।

গণমাধ্যমে এ প্রসঙ্গে সুমি বলেন, চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করেছি এই সম্মান ও ভালোলাগার কোনো শেষ নেই। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে তারও উদাহরণ টেনেছি।

গায়িকা আরও বলেন, বাংলা গানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। বিশ্বসংগীতের নানা গুণিজনের সাথে এ মেলবন্ধনে এক হতে পেরে ভীষণ ভালো লাগছে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

এর আগে ২০২২ সালে পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনটিতে অতিথি হিসেবে অংশ নিলেও চলতি বছর প্যানেলিস্ট হিসেবে এ উৎসবে অংশগ্রহণ করেছেন সুমি।

সংগীতের এই সফরে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে আন্তর্জাতিক সংগীত বিষয়ক সম্মেলনেও অংশ নিবেন বলে জানান সুমি।

এ সম্মেলনটি আগামী ৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর। নরওয়েতে যাওয়ার আগে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজে শিক্ষার্থীদের সঙ্গে অতিথি হিসেবে একটি বিশেষ সেশনে অংশ নেবেন গুণী এই গায়িকা।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়