বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তিতে যে শর্ত মানতে হচ্ছে
বেশ কয়েকবছর ধরেই বলিউডের অনেক সিনেমাই ভারতে মুক্তির দিনই বাংলাদেশেও মুক্তি পেয়ে আসছে। সেই ধারাবাহিকতায় জাওয়ান, ডানকি, ক্রু-এর পর এবার একইদিনে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুলভুলাইয়া’র তৃতীয় কিস্তি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে।
এদিকে বেশকিছু শর্তে দিয়েই দেশে আনা হচ্ছে ছবিটি। জানা গেছে, ‘রাত জাগা ফুল’ নামে বাংলাদেশি ছবির বিনিময়ে আনা হচ্ছে ‘ভুলভুলাইয়া থ্রি’।
বিষয়টি নিশ্চিত করে ঢাকার পরিবেশক অভি কথাচিত্রের জাহিদ হাসান গণমাধ্যমে জানান, সরকারি যাবতীয় নীতিমালা সিনেমাটি মেনেই ছবিটি আমদানি করা হচ্ছে। ‘রাত জাগা ফুল’ সিনেমার বিনিময়ে বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া যাবে।
এই পরিবেশক আরও প্রত্যাশা করে জানান, বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শকরা ‘ভুলভুলাইয়া ৩’ উপভোগ করতে পারবেন।
প্রসঙ্গত, ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া ৩’ পরিচালনা করেছেন আনিস বাজমি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক। এতে আরও দেখা যাবে মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরিকেও।
অন্যদিকে, ২০২১ সালে মুক্তি পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ এ অভিনয় করেছিলেন মীর সাব্বির, ঐশী, তানবীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন