• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

যারা পেলেন ‘সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৮
ছবি : অ্যাওয়ার্ড হাতে অপর্ণা ঘোষ।

সৃজনশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো ‘সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭’। এবছর ভাষা ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক বিভাগে, আজীবন সম্মাননা বিভাগ, এক ঘন্টার নাটক বিভাগ, সঙ্গীত বিভাগ, ধারবাহিক নাটক বিভাগে এই প্রদান করা হয়।

আরটিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের শিল্পীদের সারা বছরের কাজের মূল্যায়ন এবং তাদের অভিনয় দক্ষতার স্বীকৃতি দিতে এই সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি। গেলো ছয় বছরে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, রচয়িতা, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পীসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে স্টার অ্যাওয়ার্ড প্রদান করেছে আরটিভি।

সপ্তম সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান'সহ দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে আরটিভি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহিদ হাসান, রিচি সোলায়মান, ফারিহা শাহরিন।

একনজরে সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড- ২০১৭

ভাষা ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক

শ্রেষ্ঠ অভিনেতা : আফরান নিশো,
শ্রেষ্ঠ অভিনেত্রী : তারিন জাহান
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : আল মামুন ও জিয়াউল হাসান কিসলু
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : ডলি জহুর
শ্রেষ্ঠ রচয়িতা : শ্রাবণী ফেরদৌস
শ্রেষ পরিচালক : শ্রাবণী ফেরদৌস ও শুভ্র খান

আজীবন সম্মাননা

আলম খান

এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম

শ্রেষ্ঠ অভিনেতা : মোশাররফ করিম ও সিয়াম।
শ্রেষ্ঠ অভিনেত্রী : অপর্ণা ঘোষ
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : ফজলুর রহমান বাবু
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : রুনা খান
শ্রেষ্ঠ শিশুশিল্পী : আফরিন শিখা রাইসা
শ্রেষ্ঠ রচয়িতা : তাবারক হোসেন ও মেজবাহ উদ্দিন সুমন
শেষ্ঠ : পরিচালক : গোলাম সোহরাব দোদুল।

সঙ্গীত ক্রিটিকস

ইয়াসমিন মুশতারি ও ইয়াকুব আলী

সঙ্গীত

পপুলার চয়েজ বেস্ট সিঙ্গার (ফিমেল) : ঝিলিক
পপুলার চয়েজ বেস্ট সিঙ্গার (মেল) : সাব্বির জামান
বেস্ট সিনিয়ার সিঙ্গার (ফিমেল) : চম্পা বণিক
বেস্ট সিনিয়ার সিঙ্গার (মেল) : মামুন জাহিদ
বেস্ট ব্যান্ড : ডিফারেন্ট টাচ

ধারাবাহিক নাটক

শ্রেষ্ঠ অভিনেতা (কেন্দ্রীয় চরিত্র) : চঞ্চল চৌধুরী ও আনিসুর রহমান মিলন
শ্রেষ্ঠ অভিনেত্রী (কেন্দ্রীয় চরিত্র) : জাকিয়া বারী মম
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : খাইরুল আলম সবুজ
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : ওয়াহিদা মল্লিক জলি
শ্রেষ্ঠ শিশুশিল্পী : শরিফুল
শ্রেষ্ঠ রচয়িতা : সাগর জাহান
শ্রেষ্ঠ : পরিচালক : সাগর জাহান

পিআর/এসজে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh