• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

মানসিক বিকারগ্রস্ত বলে কাকে ইঙ্গিত করলেন বিজরী?

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ অক্টোবর ২০২৪, ১৯:৫২

টিভি পর্দার নন্দিত অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। দীর্ঘ দিন ধরেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। নান্দনিক চরিত্রে হাজির হয়ে বহু আগেই মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এখনও কাজ করে যাচ্ছেন আপন মনে। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেন। নিজের দৈনন্দিন বিষয় নিয়েও মাঝেমধ্যে পোস্ট দেখা যায় তার। তবে এবার একজনকে উদ্দেশ করে লিখলেন মানসিক বিকারগ্রস্ত, অপ্রকৃতস্থ। কিন্তু কাকে উদ্দেশ করে লিখলেন? এই প্রশ্ন অবশ্য নেটিজেনরা জানতে চাইছেন—তবে এ ব্যাপারে কোনো উত্তর দেননি।

বিজরী বরকতুল্লাহ লিখেছেন, যিনি নিজ প্রচারের ক্ষেত্রে অযথাই অত্যধিক প্রাধান্য পেতে চান, তিনি ক্যামেরা দেখলেই যেচে অবলিলায় অনেক কথাই বলেন সত্য মিথ্যা মিলিয়ে। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত, অপ্রকৃতস্ত, স্থিতিশীল নন। কিন্তু কিছু ভিউ বাণিজ্যের আশায় যিনি তার কথা যাচাই-বাছাই ছাড়াই তা গণমাধ্যমে প্রচার করেন তিনি সম্মান হরণকারী, তথাকথিত প্রগতিশীল, অপপ্রচারকারী।

আরটিভি /এএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোবিজে কাজ পেতে চাইলে অভিনেত্রীকে বউ হওয়ার শর্ত প্রযোজকের
চাঁদাবাজির মামলায় জামিন পেলেন না অভিনেত্রী
অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
বাথরুম থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার, অভিনেত্রী গ্রেপ্তার