• ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
logo

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গোবিন্দ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০১ অক্টোবর ২০২৪, ১২:০২
গোবিন্দা
গোবিন্দা

গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা গোবিন্দকে। নিজের রিভলভারের গুলিতেই আহত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে শুটিংয়ে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এএনআই সূত্র অনুযায়ী, গোবিন্দর পায়ে গুলি লেগেছে। এদিন ভোর ৫টায় শিবসেনা নেতার বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখন নিজের রিভলভার পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে ।

গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রের খবর, গোবিন্দর শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত অভিনেতাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

তবে ঠিক কীভাবে গোবিন্দর নিজের রিভলভার থেকে বেরিয়ে তার পায়ে লাগল, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ইতোমধ্যে বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।


আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়