শুভ ও মিমের ‘ভাগ্য’এ কী আছে
সাংবাদিকতা পেশার পাশাপাশি অভিনয়েও এখন নিয়মিত হতে চাচ্ছেন শুভ খান। সম্প্রতি ‘ভাগ্য’ শেষ করেছে শিরোনামে আরও একটি নতুন নাটকের শুটিং। যে নাটকে রয়েছে একাধিক পরিচিত মুখ। কষ্ট হলেও গণমাধ্যমে কাজ করার পাশাপাশি অভিনয় নিয়ে খুব আশাবাদী তরুণ এই অভিনেতা।
অভিনয়ে নিজের যাত্রা সম্পর্কে শুভ খান বলেন, সেই ছোটো বেলা থেকেই অভিনয়ের প্রতি আমার টান। শুধু অভিনয়ের জন্যই এক যুগ আগে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসি। কিন্তু এখনো হয়তো নিজেকে সেভাবে তৈরি করতে পারিনি। তবে চেষ্টা করছি ভালো কিছু করার। মানুষের সাধ্যের বাইরে কিছুই নেই।
শোবিজ জগত সম্পর্কে তরুণ এই অভিনেতা বলেন, কষ্ট হলেও মেনে নিচ্ছি। যেহেতু অভিনয় আমার নেশা। এক নাটকেই তো আর সব হয় না, একাধিক কাজ করতে হবে। তরুণদের জন্য মিডিয়া খুব কঠিন জায়গা। কেননা প্রযোজকরাও নতুনদের পেছনে বিনিয়োগ করতে চান না। সেই সাথে এটা খুবই দুঃখজনক যে, এই প্রজন্মের অভিনেত্রীরাও নতুনদের সাথে কাজ করতে চান না। নতুন অভিনেতাদের জন্য হয়তো যুদ্ধের মাঠ শোবিজ অঙ্গন।
আসন্ন নাটক ‘ভাগ্য’ সম্পর্কে শুভ খান বলেন, পারিবারিক গল্প নিয়ে নির্মিত নাটকটি। বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে গল্পটি। একই পরিবারে সদস্য হওয়ার পরও বাবার দুই সন্তানের সাথে ঘটছে দুইরকম ঘটনা। যা মানতে কষ্ট হয় অচল বাবার। হাসি-আনন্দ, দুঃখ-বেদনা সব কাহিনীই রয়েছে নাটকটিতে।
সম্প্রতি শুটিং শেষ হওয়া ভাগ্য নাটকটি পরিচলনা করেছেন এসএম রুবেল রানা। রচনা করেছেন দূরবীন। নাটকে শুভ খানের বিপরীতে অভিনয় করছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। আর অভিনয় করছেন হান্নান শেলি, রেশমা আহমেদ, পারভেজ সুমন, পারিসা জান্নাত ও বরিশাইল্লা বাদল প্রমুখ। সহকারী পরিচালক ছিলেন মুন্না খান, প্রধান চিত্র গ্রাহক ছিলেন শিউল বাবু, রুপ সজ্জায় আল-ইমরান। খুব শিগগিরই নাটকই কোনো একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
মন্তব্য করুন