• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী রওশন আরা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৩
রওশন আরা
রওশন আরা

দীর্ঘদিন ধরেই জটিল রোগে ভুগছেন টেলিভিশনের একসময়ের ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন। বর্তমানে কানাডায় ছেলের কাছে অবস্থান করছেন তিনি।

গণমাধ্যমে রওশন আরার শারীরিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রীর ছেলে তাশফিন হোসেন।

তিনি বলেন, আম্মার শরীরটা মোটেও ভালো নয়। খুবই খারাপ। আম্মা দুই বছরের বেশি সময় ধরে পারকিনসনস রোগে ভুগছেন। ভালো করে কথাও বলতে পারেন না। চলতে তো পারেনই না।

এদিকে শুধু রওশন আরাই নন, অভিনেত্রীর স্বামী জামালউদ্দিন হোসেনও গুরুতর অসুস্থ। কানাডার ক্যালগ্যারির রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকেও।

রওশন আরার স্বামী জামালউদ্দিন হোসেনও শোবিজ অঙ্গনের মানুষ। এ দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র, এই তিন ক্ষেত্রেই ব্যস্ত অভিনেতা ছিলেন তিনি। টিভি নাটকে একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন দর্শকপ্রিয় এই শিল্পী দম্পতি।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংকটাপন্ন অবস্থায় অভিনেতা জামালউদ্দিন হোসেন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে