• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জয়ার কলকাতা জয়

বিনোদন ডেস্ক

  ২০ ডিসেম্বর ২০১৭, ১৭:২১

কলকাতায় একের পর এক সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান। তার অভিনীত ‘বিসর্জন’ সিনেমাটি মুক্তির পর থেকেই সাড়া জাগিয়েছে। এই সিনেমাটির জন্য এবার ভারতে ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেয়েছেন জয়া।

সেরা অভিনেত্রীর হাতে মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে বিকে গ্রাউন্ডসে পুরস্কার তুলে দেন তামিল চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

জয়া বলেন, এটি খুবই সম্মানজনক একটি পুরস্কার। তাই পুরস্কার পেয়ে অভিভূত। এজন্য সিনেমাটির পরিচালক কৌশিক গাঙ্গুলীর প্রতি কৃতজ্ঞ।

২০১৭ সালের ‘সেরা ১০ টালিউড অভিনেত্রী’র তালিকায় শীর্ষে আছেন জয়া। চলতি বছর তার অভিনীত ‘বিসর্জন’ সিনেমাটি পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ভারতের একটি জনপ্রিয় অনলাইনের জরিপেও উঠেছে জয়ার নাম। ওই জরিপে প্রথম অবস্থানেই রয়েছেন তিনি। এরপর ধারাবাহিকভাবে আছেন সোহিনী সরকার, মিমি চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী, রুক্মিণী মিত্র, পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী, কোয়েল মল্লিক ও নুসরাত জাহান।

জয়া আহসান অভিনীত উল্লেখযোগ্যে সিনেমার মধ্যে রয়েছে ডুবসাঁতার, ফিরে এসো বেহুলা, গেরিলা, চোরাবালি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, জিরো ডিগ্রী, একটি বাঙালি ভূতের গপ্পো, রাজকাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, ঈগলের চোখ, বিসর্জন প্রভৃতি।

এম/পিআর

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা
‘ফিল্মফেয়ার বাংলা’য় মনোনয়ন পেলেন বাংলাদেশের যেসব তারকা
জয়ার প্রথম
অসহায়-এতিম বাচ্চাদের জন্য জয়ার অনুরোধ
X
Fresh