• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

গ্রেপ্তার অভিনেতা বিনায়কন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৭
ছবি সংগৃহীত

নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মালায়ালাম-তামিল অভিনেতা বিনায়কন। মদ্যপ অবস্থায় অনিয়ন্ত্রিত আচরণের জন্য গত ৭ সেপ্টেম্বর হায়দরাবাদ এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায়, গোয়া যাওয়ার জন্য কোচি থেকে বিমানে ওঠেন বিনায়কন। কিন্তু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইন্ডিগো গেট কর্মীদের সঙ্গে নেশাগ্রস্ত অবস্থায় দুর্ব্যবহার করেন তিনি।

ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সিআইএসএফ বিনায়কনকে স্থানীয় বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ প্রসঙ্গে বিমানবন্দর থানার সিআই বলরাজ বলেন, একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত চলছে।

গেল বছরও মদ্যপ অবস্থায় কেরেলার এর্নাকুলাম নর্থ থানায় তাণ্ডব করার অভিযোগে বিনায়কনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে মালায়ালাম ‘মনথিরকম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন বিনায়কন। দীর্ঘ ৬ বছর বিরতি শেষে ‘ওনামান’ সিনেমা দিয়ে পর্দায় ফেরেন তিনি। বিভিন্ন সময় পার্শ্বচরিত্রে দেখা গেলেও ভিলেন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। সিনেমায় অভিনয় করে প্রশংসার পাশাপাশি পুরস্কারও কুড়িয়েছেন এই অভিনেতা।

আরটিভি/এইচএস/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দরাবাদকে বিধ্বস্ত করে কলকাতার তৃতীয় শিরোপা জয়
দুর্দান্ত বোলিংয়ে হায়দরাবাদকে ১১৩ রানে আটকালো কলকাতা
দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ
বৃষ্টির কারণে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে যে দল