• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে সালমানের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৭
সালমান খান
সালমান খান

বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উড়ছে সালমান খান অসুস্থ। বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন তিনি। অবশেষে নীরবতা ভেঙে অসুস্থতার খবরটি স্বীকার করে অভিনেতা জানালেন, পাঁজরের হাড় ভেঙে গেছে তার।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান। সেখানেই পাঁজরের দুটো হাড় ভাঙার খবর প্রকাশ করেন এই অভিনেতা।

সালমানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। বর্তমানে মুম্বাইতে সিনেমাটির শুটিং চলছে। আর এই সিনেমার শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। ‘সিকান্দার’ নির্মাণ করছেন পরিচালক এ আর মুরুগাদোস।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষে পুরো টিম যাবে হায়দারাবাদে। এটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

প্রসঙ্গত, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের ইনস্টাগ্রাম পেজে ‘সিকান্দার’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। ২০২৫ সালে ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুন হলেন বাবা সিদ্দিকি, বড় সিদ্ধান্ত নিলেন সালমান
তবে কি এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন প্রভাস
শাহরুখপুত্রের ওয়েব সিরিজে সালমান, রয়েছে আরও চমক
সালমান-রাশমিকার আইটেম গানে ২০০ নৃত্যশিল্পী